বাজেট আঁটোসাঁটো করে লক্ষ্মী পুজোর প্রস্তুতি

0
77

পিয়া গুপ্তা ,কালিয়াগঞ্জঃ

হাতে মাত্র কিছু সময় তার পরই কোজাগরী পূর্ণিমাতে পূজিত হবেন দেবী লক্ষী।এবারে পূর্ণিমা মঙ্গল বার রাত ১০.০০ মিনিট থেকে লাগবে এবং বুধবার রাত ১০.১৩ মিনিটে ছাড়বে ।তাই পঞ্জিকা মতে মঙ্গলবার ও বুধবার  এই দুই দিন পূজো করা যাবে।তাই কিছু মানুষ মঙ্গল বার রাতে পূজো করলেও বহু মানুষ আবার বুধবারে  মেতে উঠবেন ধনদেবীর আরাধনায়।

নিজস্ব চিত্র

কোজাগরী পূর্ণিমাতে দেবী লক্ষীর আরাধনা হয় সর্বত্র।কিন্তু  ফল, মূল সহ অন্যান্য পূজা সামগ্রীর অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে মাথায় হাত সাধারণ মানুষ থেকে পুজো উদ্যোক্তাদের।তার মধ্যেও অনেকে পুজোর বাজেট কাট ছাঁট করে বাজার করতে বাধ্য হচ্ছেন।

মঙ্গলবার দুপুরে কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ সহ তারা বাজারে  ঘুরে দেখা গেল সবজী থেকে ফলের বাজারদর অগ্নিমূল্য।ফুলকপি-৩০-৩৫ টাকা, বেগুন ২৫-৩০ টাকা,পটল-২৫-৩০ টাকা, শশা-৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।অন্যদিকে আপেল ১০০-১২০ টাকা প্রতি কেজি,কলা পদ্ম ফুল এক একটি 10 টাকা দামে এদিন বিক্রি হয়েছে।

নিজস্ব চিত্র

দুর্গাপুজোর পর বাঙ্গালীর অন্যতম কোজাগরী লক্ষী পুজোর আগে এই মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষ বাধ্য হয়েই পরিমানে কম কেনাকাটা করতে বাধ্য হচ্ছেন।স্থানীয় গৃহবধু স্বপ্না মহন্ত বলেন, বাজার দর বেশী হলেও পুজোর নিয়ম রক্ষার জন্য বাজার তো করতেই হচ্ছে।তবে পরিমাণ কমেছে। অন্যদিকে এক লক্ষীপুজো উদ্যোক্তা তপন চক্রবর্তী  বলেন,পুজো তো করতেই হবে তাই উপায় নেই।খরচা অন্যান্য বারের তুলনায় যথেষ্ট বেশী।লক্ষ্মী লাভের জন্য পুজো মন দিয়ে করতে হবে।

আরও পড়ুনঃ দেবী লক্ষ্মীর সাথে পূজিত হন সরস্বতী ও নায়ায়ন

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here