রিচা দত্ত, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবার বহরমপুর ওয়াইএমএ ময়দানে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশের উদ্দেশ্য এনআরসি ও বিজেপির জনবিরোধী নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে মানুষের মধ্যে এনআরসি সংক্রান্ত আতঙ্ক দূর করা।
এনআরসির বিষয় নিয়ে প্রচার হওয়ার পর বিভিন্ন মানুষের মধ্যে নিজের নথিপত্র ঠিক করানো বা সেগুলো কে জোগাড় করা, এরকম নানান বিষয় নিয়ে ঘন্টার পর ঘন্টা পোস্ট অফিস, পঞ্চায়েত অফিসের সামনে মহিলা ও পুরুষদের লাইনে দাঁড়িয়ে থাকার দরুণ হয়রানির শিকার হতে হচ্ছে।
বিভিন্ন রকম কাগজপত্র না থাকার দরুণ অনেকে আত্মহত্যাও পর্যন্ত করেছেন। আর তাই মানুষের মধ্যে থেকে সেই আতঙ্ক দূরীকরণের জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ মুর্শিদাবাদ জেলায় এনআরসি-র বিরুদ্ধে সোচ্চার হয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সমাবেশের আয়োজন করা হয়।
আরও পড়ুনঃ বুলবুল আক্রান্ত পরিবারকে আর্থিক সাহায্য পরিবহণ মন্ত্রীর
সভায় উপস্থিত ছিলেন সাংসদ আবু তাহের খান, সংসদ খলিলুর রহমান, শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন, বীরভূমের বিধায়ক অসিত মাল, জেলার বিধায়কেরা, গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং জেলার বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। প্রধান বক্তা রূপে উপস্থিত ছিলেন পরিবেশ ও পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী।
আরও পড়ুনঃ বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে ছাত্রবিক্ষোভের আঁচ
সভা শেষে তিনি জানান, যতদিন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থাকবেন ততদিন কোনও এনআরসি হবে না। সেই সঙ্গে কিছুদিন আগে মুর্শিদাবাদের বাহালনগরে যে পাঁচটি পরিবারের ৫ জন শ্রমিক কাশ্মীরে নিহত হলেন, তাদের পরিবারের জন্য সুব্যবস্থা করা হবে, পরিবহণ মন্ত্রী জানিয়েছিলেন।
আজ সভার শেষে উনি জানালেন ওই পরিবারের মধ্যে দুজন যারা ৫ ক্লাস পাশ রয়েছেন, জেলাশাসকের সঙ্গে কথা বলে সেই দুজনকে আইসিডিএস এর একটি হেলপার পদে নিযুক্ত করে দেওয়ার কথা ভাবা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584