কালনায় বাগদেবী আরাধনা ঘিরে চলছে জোর প্রস্তুতি

0
362

শ্যামল রায়,কালনাঃ

preparation of saraswati puja
নিজস্ব চিত্র

পূর্ব বর্ধমান জেলার মধ্যে কালনা শহর তথা আশপাশ এলাকার ঐতিহ্যবাহী সরস্বতী পুজো ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি প্রায় সমাপ্তির পথে। মূলত রবিবার সরস্বতী পুজো হলেও শনিবার থেকেই পুজো উদ্বোধন এর পালা শুরু হয়ে যায়। বহু নামি দামি অভিনেতা অভিনেত্রী রাজনৈতিক নেতারা মন্ত্রীদের তরফ থেকেও পুজোর উদ্বোধন শুরু হয়ে যাবে।তাই শহরের পুজো উদ্যোক্তাদের মধ্যে একে অপরকে টেক্কা দিতে ভিতরে ভিতরে চলছে প্রতিযোগিতামূলক চিন্তা ভাবনা।তবে কালনার ঐতিহ্যবাহী সরস্বতী পুজোয় লক্ষাধিক দর্শনার্থীদের ভিড় হয় বলে জানা গিয়েছে। সরস্বতী পুজোয় যাতে করে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশ ও প্রশাসনের তরফ থেকেও সমস্ত রকম উদ্যোগ গ্রহণ করা হয়েছে‌। এই সরস্বতী পুজোয় বিভিন্ন সংস্থার তরফ থেকেও পুরস্কার দেয়া হয় এমনকি কালনা পৌরসভা তরফ থেকেও পুরস্কার দেয়া হয়। সরস্বতী পূজা গাইড ম্যাপ বের করা হয় পুলিশ ও প্রশাসনের তরফ থেকে।

preparation of saraswati puja 3
নিজস্ব চিত্র

শুক্রবার চোখে পড়েছে শহরের বিভিন্ন মন্ডপ জোর তৎপরতা সঙ্গে কাজ শেষ করার প্রস্তুতি চলছে।কালনা শহর ও শহরতলীতে ছোট-বড় মিলিয়ে প্রায় দুই শতাধিক পুজো হয়ে থাকে বলে খবর।
জানা গিয়েছে যে অনেক শিশু আছে যারা অভিভাবকদের চাপে পড়ে বাড়িতেই বন্দি অবস্থার আছে।কালনার বড় মিত্র পাড়ার বিধান স্মৃতি সংঘের সরস্বতী পুজোর মন্ডপে ফুটে উঠেছে শৈশবের এমনই এক ছবি।কালনার জাফরের নিউ ফরওয়ার্ড ক্লাব পুজোর থিমে ফুটিয়ে তুলেছে মেয়েদের জীবন চক্র অর্থাৎ এক কথায় বলা চলে দুই ক্লাবের সদস্যদের দাবি তাদের মন্ডপ লোক শিক্ষা বার্তা দেওয়ার জন্যই এই পুজোর সূচনা।

preparation of saraswati puja 2
থিম প্রতিমা। নিজস্ব চিত্র

বড় মিত্র পাড়ার মণ্ডপে জুড়ে রয়েছে অজস্র কচি হাতের ছাপ মন্ডপের বাইরের অংশ তৈরি হয়েছে স্কুল ব্যাগ স্কুল এর পরিচয় পত্র জলের বোতল এবং কয়েক হাজার শিশুদের আঁকা ছবি দিয়ে।
শহরের জাপটের নিউ ফরওয়ার্ড ক্লাবের মন্ডপের ঢুকলে দেখা মিলবে অজস্র মডেল।ভ্রূণের দশা থেকে শুরু করে মেয়েদের জীবন কেমন ভাবে এগিয়ে চলে তা ফুটিয়ে তোলা হয়েছে এই পুজো মন্ডপে।গোটা মণ্ডপটি তৈরি হয়েছে তুলো রঙিন কাগজ নারকেল গাছের ছাল প্লাস্টার অফ প্যারিস তালপাতা মাটি দিয়ে।ক্লাব কর্তাদের  জানিয়ে দিয়েছেন যে সামাজিক সচেতনতা  দিতেই এই ধরনের পুজো মণ্ডপ তৈরির উদ্দেশ্য।
এছাড়াও কালনার ঐতিহ্যবাহী সরস্বতী পুজো ঘিরে একাধিক পূজা মন্ডপে নানান ধরনের সচেতনতামূলক বিষয় তুলে ধরা হয়েছে।জাপট যুগের দ্বীপ ক্লাব এবার গুজরাটের স্বামীনারায়ণ মন্দির আদলে মণ্ডপ তৈরি করেছে।অগ্নিবীণা ক্লাবের থিম আদিম ও বর্তমান সভ্যতা নারী নির্যাতন ভাগাড়ের মাংস কান্ড সহ বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে পুজো মন্ডপে।এছাড়াও কালিতলা নেতাজি তরুণ সংঘের এবারের থিম মানবিকতা দৈনন্দিন জীবনে মানুষের মানসিকতার বিষয় গুলি ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও ১০৮ শিবমন্দির স্পুটনিক ক্লাবের সুবর্ণ জয়ন্তী পালন উপলক্ষ্যে অনুষ্ঠান হবে।বলাকা প্রতিবছরের মতো এবারও নতুনত্ব নিয়ে এসেছে তাদের পুজো মন্ডপে। জুবলি স্টার ক্লাবের ভূমি হিমা বকুলতলার এবারের থিম জলভর ও সূর্য সমিতির এবারের থিম আহারে বাহারে পত্র প্রভৃতি।চারাবাগান ইয়ং বেঙ্গল ক্লাবের এবারের থিম নীলাচলে মহাপ্রভু।

আরও পড়ুনঃ কাটোয়ার মেঝিয়ারী কুমোরটুলিতে শেষ মুহূর্তের ব্যস্ততা

preparation of saraswati puja 4
মন্ডপ সজ্জা। নিজস্ব চিত্র

এছাড়াও রয়েছে আমলা পুকুরের ইয়ং বয়েজ,জাগরনী সংঘ,শান্তি সংঘ, নবরুপা,বারুই পাড়া বারোয়ারী,শান্তি সংঘ, দিপালী সংঘ গৌরাঙ্গ সমিতি,সমাপ্তি সংঘ,উত্তর গোয়াড়া,লিচুতলা পুজো উদ্যোক্তাদের দাবি তাদের মনে করছেন দর্শক ভিড় করবে তাদের সব পূজা মন্ডপে।তাই কালনার সরস্বতী পুজো ঘিরে ইতিমধ্যেই জোর তৎপরতা যেমন শুরু হয়েছে তেমনি প্রশাসনিক স্তরে ও আইন-শৃঙ্খলা কঠোর করতে সমস্ত রকম প্রস্তুতি শেষ করে ফেলা হয়েছে।তবে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে যে মাধ্যমিক পরীক্ষা সে শুরু হচ্ছে ১২ই ফেব্রুয়ারি।তাই পুজো উদ্যোক্তাদের কাছে দাবি তাদের সমস্ত রকম পুজোর কাজকর্ম সেরে ফেলা হয় যেন ১১ তারিখের মধ্যে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here