সুদীপ পাল,বর্ধমানঃ
পূর্ব বর্ধমানের মানকরের অন্যতম প্রাচীন কালীপুজো রাজবাঁদি কালী পুজো।তিনশো বছরের পুরনো এই পুজো ঘিরে রয়েছে নানা কাহিনী।কথিত আছে, অঞ্চলে ডাকাতির আগে ডাকাতরা এই পুজোয় প্রচলন করেন।তাই স্থানীয় মানুষের কাছে ডাকাতে কালী বলে পরিচিত এই পুজো।
অন্যমতে,তখনকার মানকরে কবিরাজরা ছিলেন বিত্তশালী।এই রাজাদের কোন বাঁদি এই পুজোর প্রচলন করেন নিম্নবর্গীয় মানুষের মধ্যে। তাই দেবীর নাম রাজবাঁদি এবং দেবীর পুজো স্থান থেকে বর্তমান কবিরাজ বাড়ির দূরত্ব খুবই কম।বর্তমানে কার্তিক পাত্র,মঙ্গল পাত্ররা এই পুজোয় আয়োজন করছেন।তাঁরা বলেন,দেবীকে একুশ সের চালের ভোগ দেওয়া হয়।সাথে থাকে নানান ব্যঞ্জন।তবে বলির সময় হয় দীর্ঘ।কেননা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি ছাগ বলি হয় প্রত্যেক বছর।স্থানীয় মানুষের ভাষায় দেবী অত্যন্ত জাগ্রত তাই নিয়ম ও নিষ্ঠা মেনে পুজো করা হয়। ঠিকভাবে মেনে চলা হয় নির্দিষ্ট সময়।কথিত আছে,পুজোয় অনিয়ম হলে ঘটে যায় দুর্ঘটনা। স্থানীয় মানুষ তাই রাজবাঁদি পুজোর নিয়ম নিয়ে অত্যন্ত সচেতন।
আরও পড়ুনঃ ডাকাতের প্রবর্তিত কালী পুজো এখন সার্বজনীন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584