টুসু পরব ঘিরে মেতে উঠতে তুঙ্গে প্রস্তুতি ঝাড়গ্রামে

0
708

কার্ত্তিক গুহ,ঝাড়গ্রামঃ

Preparation of tusu festival in jhargram
নিজস্ব চিত্র
Preparation of tusu festival in jhargram
নিজস্ব চিত্র

ঝাড়গ্রাম জেলায় পৌষ সংক্রান্তির দিন এক বিশেষ পরব হয়।মকর পরব বা টুসু পরব নামে পরিচিত।মকরের পরবের জন্য ইতিমধ্যেই টুসু বেচা কেনা শুরু হয়ে গিয়েছে বিভিন্ন জায়গায়।টুসু উৎসবের শেষ চারদিন চাউড়ি, বাউড়ি,মকর,আখান বলা হয়।চাউড়ির দিন ঘরের মেয়েরা উঠোন গোবর দিয়ে নিকিয়ে চালের গুঁড়ো তৈরি করে।বাউড়ির দিন সেই চালের গুঁড়ো দিয়ে নানারকম পিঠা তৈরি করে।মকরের ভোরের আলোয় টুসুকে বাঁশ কিংবা কাঠ নির্মিত নানা রকমের সুন্দর সাজ বাহারের চতুরদোলাতে বসিয়ে সব মেয়েরা সারি করে বিসর্জন দিতে যায়।বিসর্জনের পরে মেয়েরা ওই জলে স্নান করে নতুন কাপড় পরে।আগামী ১৫ জানুয়ারী মকর পরব। সকাল থেকে গাঁয়ে উৎসবের মেজাজে মাতবে ঝাড়গ্রামবাসী। সব বৌঝিরা একসাথে যায় নদীতে স্নান করতে।হাতে টুসু ঠাকুর নিয়ে সকলে একসাথে অনেক ধরনের গান গায় তার মধ্যে অন্যতম, “ই পরবে টুসুকে দিব লাল শাড়ি,জানি টুসু আইসবে মোর বাড়ি। খোঁপায় দিব রূপার কাঁটা টুসু আমার পরবে জুতা বাটা মকর মকর মকর পরবে সেজে গুজে হাঁটবে টুসু গরবে মকর মকর মকর পরবে।” চারদিনের মকর দিন অর্থাৎ শেষ দিন গোপীবল্লভপুরের সূবর্নরেখা নদীর তীরে অসংখ্য মানুষকে স্নান করতে দেখা যায়। ওইদিন গোপীবল্লভপুরে অনুষ্ঠিত হয় বুলবুলি পাখির লড়াই।নানান জায়গা থেকে লোক আসেন এই বুলবুলি পাখির লড়াই দেখার জন্য।

Preparation of tusu festival in jhargram
নিজস্ব চিত্র

আরও পড়ুন: চিকিৎসকের দায়বদ্ধতার নব দৃষ্টান্ত সৃষ্টি শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here