শ্যামল রায়,নদীয়াঃ
পঞ্চায়েত নির্বাচন শেষ হওয়ার পর থেকেই নদীয়া জেলার দুটি পৌরসভা চাকদহ ও কৃষ্ণনগর পৌরসভা নির্বাচনের দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে।
প্রাথমিক প্রস্তুতি শুরু করে দিয়েছে জেলা তৃণমূল কংগ্রেসের নেতারা।
ইতিমধ্যেই তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় দলীয় বৈঠক সেরে ফেলেছেন এবং পৌরসভা নির্বাচনের প্রস্তুতি শুরুর কথাও তিনি জানিয়ে দিয়েছেন শুধুমাত্র অপেক্ষা প্রার্থী তালিকা।
তবে প্রার্থী তালিকা ঠিক করবে রাজ্য নেতৃত্ব এমনটাই জানিয়ে দিয়েছেন তৃনমূলের জেলা সভাপতি ও বিধায়ক গৌরীশঙ্কর দত্ত।
তবে সংরক্ষণের গেরোয় না পড়লে বর্তমান যারা কাউন্সিলর রয়েছেন তারাই ভোটে টিকিট পাবেন বলে এমনটাই ইঙ্গিত মিলেছে তৃণমূল সূত্রে।
কিছুদিন আগে কল্যাণীতে তৃণমূল কংগ্রেসের একটি দলীয় সভা সেরে ফেলেছেন মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
ওই সভায় তিনি ইঙ্গিত দিয়েছেন আগামী সেপ্টেম্বরে চাকদহ আর নভেম্বরে কৃষ্ণনগর পৌরসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল।তাই নির্বাচনের কথা মাথায় রেখে এখন থেকেই সাংগঠনিক প্রস্তুতি নিতে হবে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584