নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
দুর্গা পুজো ও কালী পুজোর রেশ কাটতে না কাটতেই আলিপুরদুয়ারে আরেক উৎসবের প্রস্তুতি শুরু হল। শুরু হচ্ছে বিশ্ব ডুয়ার্স উৎসব। ২৯ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ১৬ তম বিশ্ব ডুয়ার্স উৎসব। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড মাঠে বসবে এই উৎসবের আসর।

উৎসব উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও বিশাল মেলা বসবে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড মাঠে। মেলা ও উৎসব চলবে ৭ জানুয়ারি পর্যন্ত।

রবিবার এই উৎসবের খুটি পূজা করে উৎসব প্রাঙ্গন তৈরির কাজ শুরু হল।

এদিন এই শুভ খুটি পূজাতে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের জেলা শাসক সুরেন্দ্রকুমার মীনা, আলিপুরদুয়ার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি অনুপ চক্রবর্তী, আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী,উদ্বাস্তু ত্রান ও ভূমি ও ভূমি সংস্কার দফতরের এডভাইজারি কমিটির চেয়ারম্যান মৃদুল গোস্বামি, বিশিষ্ট শিক্ষক কনৌজ বল্লভ গোস্বামি, পুরসভার কাউন্সিলর দীপ্ত চট্যোপাধ্যায়, আশিষ দত্ত সহ বিভিন্ন বিশিষ্ট জনেরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584