শ্যামল রায়,কালনাঃ
দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাস টার্মিনাস গড়ে উঠবে কালনা শহরে।রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা থেকে বরাদ্দ হয়েছে এক কোটি টাকা।
শীঘ্রই বাস টার্মিনাল তৈরির কাজ শুরু হবে জানিয়েছেন কালনা দুই নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মিলন দেব গড়িয়া এবং ডাইরেক্টর কিরণ কুমার গোডালা।
ইতিমধ্যে যে জায়গায় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের অর্থাৎ বাস টার্মিনাল গড়ে উঠবে সেই জায়গা পরিদর্শন করে গিয়েছেন আধিকারিকরা।
পরিদর্শন করতে এসেছিলেন পরিবহন নিগমের ডাইরেক্টর কিরণকুমার গোডালা,বিকাশ বিশ্বাস, দীপ্তিমান সিংহ,দেবব্রত মুখোপাধ্যায়,সুদীপ পাল, দিব্যেন্দু রায়,সুমন দাস সহ একাধিক আধিকারিক।
কালনা ২ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মিলন দেব গড়িয়া জানিয়েছেন যে, দক্ষিণবঙ্গের এই ডিপোটি তৈরি হলে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটে যাবে এবং আরো নতুন নতুন জায়গায় কালনা থেকে বাস যাতায়াত করবে।
আরও পড়ুনঃ থমকে ঘড়ি, উদাসীন পুরসভা
এর ফলে অনেকেই উৎসাহিত হবেন এবং যাত্রীদের সুবিধা হবে।সরকার চাইছে মানুষের যোগাযোগ ব্যবস্থার আরও সহজ সরল পদ্ধতি তৈরি হোক যেখানে সময় নষ্ট হবে না অতি সহজেই মানুষ এক স্থান থেকে তাদের গন্তব্যস্থলে পৌঁছে দিতে পারে।
তার জন্যই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ জারি করেছে। স্থানীয় বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু এবং তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি প্রণব রায় জানিয়েছেন যে এই বাস ডিপোটি তৈরি হলে রাজ্যের বিভিন্ন প্রান্তে সরকারি গাড়ি যাতায়াত করলে ব্যবসাদার থেকে শুরু করে সাধারণ যাত্রীদের অনেক উপকারে আসবে,ফলে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটে যাবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584