বিশেষ কারণ ব্যতীত ভারত বনধে সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক

0
84

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

ভারত বনধেও ছুটি নেওয়া যাবে না। রাজ্য সরকারের তরফ থেকে সাফ জানিয়ে দিয়েছেনএই নির্দেশিকা। ১০ সেপ্টেম্বর, সোমবার কোনও সরকারি কর্মীদের ছুটি নেওয়া চলবে না। নির্দেশিকায় বলা হয়েছে, ওইদিন অফিসে না এলে শোকজ়ও করা হতে পারে। এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে অর্থ দফতরের তরফ থেকে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী ১০ সেপ্টেম্বর উপস্থিত না থাকলে কাটা হবে একদিনের বেতন। একইসঙ্গে তাঁকে শোকজ় করে জানতে চাওয়া হবে ওইদিন অফিস না আসার কারণ। রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী শোকজ়ের মাধ্যমে জানতে চাওয়া হবে।সরকার যখন অফিস আসা বাধ্যতামূলক করেছিল তারপরও কেন সেই কর্মচারী অফিস এলেন না।
কিছু কিছু ক্ষেত্রে ছাড় রয়েছে। ৭ তারিখের আগে থেকে কেউ যদি অসুস্থ হয়ে থাকেন ও হাসপাতালে ভরতি থাকেন, তবে তাকে পর্যাপ্ত প্রমাণ দিলে তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না। পরিবারে কারও মৃত্যু ঘটলে সেক্ষেত্রেও ছাড় পাওয়া যাবে। মাতৃত্বকালীন ছুটি বা ৭ তারিখের আগে নেওয়া ছুটির ক্ষেত্রে ছাড় দেবে সরকার। এছাড়া ১০ তারিখ সরকারি কর্মচারীদের কাউকে যদি হাসপাতলে ভরতি করতে হয় তবে তার প্রমাণ দিলে পাওয়া যাবে ছুটি। তবে শরীর খারাপ কিংবা গাড়ি পাওয়া যাচ্ছে না এমন কারণ দেখিয়ে ১০ তারিখ ছুটির আবেদন করলে তা গ্রাহ্য করা হবে না। যাদেরকে শোকজ় করা হবে দু’দিনের মধ্যে তার উত্তর না পাওয়া গেলে, সেই সরকারি কর্মচারীর বিরুদ্ধে বিধিভঙ্গের দায় চাপাতে পারে সরকার।

আরও পড়ুনঃ ঘুমন্ত অবস্থায় সর্পদংশনে ছাত্রাবাসে মৃত এক

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here