মনিরুল হক,কোচবিহারঃ
জেলা উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যেতে কোচবিহার জেলা পরিষদের ২০১৯-২০ অর্থ বর্ষের বাজেট পেশ হল। আজ কোচবিহার জেলা পরিষদের হল রুমে এই বাজেট পেশ করা হয়।
এদিনের এই বাজেট পেশের সময় সেখানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ,বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন,জেলা শাসক কৌশিক সাহা, সভাপতি উমাকান্ত বর্মন, সভাপতি পুষ্পিতা রায় ডাকুয়া,সহ আরও অনেকে।এদিন এই বাজেটের মধ্য দিয়ে প্রায় ৩৭২ কোটি টাকারও বেশী কাজ ধরা হয়েছে বলে জানান হয়েছে।
আরও পড়ুনঃ মেদিনীপুরে ভেনেজুয়েলা দিবস পালন করলো এস ইউ সি আই
কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মন বলেন,এদিন কোচবিহার জেলা পরিষদের বাজেট পেশ করা হল। এদিন মোট ৩৭২ কোটি টাকার ওপর কাজ ধরা হয়েছে।পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকে জেলার বিভিন্ন প্রান্তে রাস্তাঘাট,পানীয় জলের প্রকল্প সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করা হবে বলে তিনি জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584