বিধায়কের অর্থানুকূল্যে আলো পাবে খাকুড়দা ও ঠাকুরচক

0
92

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

অবশেষে বিধায়কের আর্থিক আনুকূল্যে হাই স্মাস ও লো স্মাস বাতি স্তম্ভ বসতে চলেছে পশ্চিম মেদিনীপুরের খাকুড়দা ও ঠাকুরচক এলাকায়।মোট চারটি বাতি স্তম্ভ বসবে এই দুটি এলাকায়।

ইতিমধ্যে যার একটি লাে স্মাস বাতি স্তম্ভ বসানো হলো খাকুরদা বেসিক কলেজ ও পুরনো স্বরূপানন্দ নার্সিং হোম এর সংলগ্ন রাস্তায় ।

আসাদুল্লাহ খান, প্রধান।নিজস্ব চিত্র

যার উদ্বোধন করেন ১২ নম্বর তুতরাঙ্গা অঞ্চলের প্রধান আসাদুল্লাহ খান।যার খরচ পড়েছে ১ লাখ ৪৭ হাজার টাকা।এছাড়াও খাকুড়দার বাজার সংলগ্ন বিশ্রামাগারের সামনের দিকেই একটি সাড়ে তিন লাখ টাকার প্রোজেক্টের হাই মাস বসানো হবে।আর একটি বসবে সবজি মার্কেট এর কাছে।

আরও পড়ুনঃ বিধায়ককে ছাড়াই দিদিকে বলো কর্মসূচির প্রচার ফলতায়

এছাড়াও ঠাকুরচক বাজারেও বসানো হবে একটি হাই স্মাস,এমনটাই জানিয়েছেন তুতরাঙ্গা অঞ্চলের প্রধান আসাদুল্লাহ খান।খাকুড়দা ও ঠাকুরচোখ এর দুদিকে বেলদা এবং সাউরি অঞ্চল সহ সংলগ্ন স্থানগুলিতে এই বাতিস্তম্ভ বসলেও খাকুড়দা ও ঠাকুরচোখ ছিল ব্রাত্য।

এবার বিধায়কের আর্থিক আনুকূল্যে তা আলোয় ভরতে চলেছে।ইতিমধ্যে যে কয়টি জায়গায় বাতিস্তম্ভ গুলি বসেছে তা বেশিরভাগই ছিল সাংসদ তহবিলের।তবে যেহেতু খাকুড়দা এবং ঠাকুরচোখ এই দুটি অঞ্চল এই বাতিস্তম্ভ পাওয়া থেকে বঞ্চিত ছিল তা বিধায়কের অর্থানুকুল্যে অবশেষে পূরণ হতে চলেছে।এতে খুশি এলাকাবাসীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here