নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
আমপানের ত্রাণ বিলি থেকে শুরু করে, বিভিন্ন প্রকল্পে কাজ পাইয়ে দেওয়ার নাম করে তৃণমূল নেতাদের কাটমানি নেওয়ার অভিযোগে যখন রাজ্য রাজনীতি সরগরম, ঠিক তখন মালদহে পঞ্চায়েতের কাজে কাটমানি ও কমিশন নেওয়ার অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে।
অভিযুক্ত কালিয়াচক ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা টিংকু রহমান বিশ্বাস। এই বিষয়ে অভিযুক্ত ওই নেতা টিংকু রহমান বিশ্বাসকে শোকজ করেছে তৃণমূল নেতৃত্ব। দলের পক্ষ থেকে এই বিষয়ে তাকে জবাবদিহি করতে বলা হয়েছে।
আরও পড়ুনঃ আতঙ্কে রাত কাটছে জটেশ্বর গ্রামের বাসিন্দাদের
জানা গিয়েছে, কালিয়াচক ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি টিংকু রহমান বিশ্বাস। তার বিরুদ্ধে রাজ্য নেতৃত্বের কাছে বেশ কিছু মানুষ অভিযোগ করেছেন, যে সরকারি প্রকল্পে কাজ পাইয়ে দেওয়ার নাম করে সে মোটা টাকা কমিশন খেয়েছেন ও বিভিন্ন জায়গা থেকে কাটমানি তুলেছেন। এরপরই তাকে মালদহ জেলা নেতৃত্ব শোকজ করে।
আরও পড়ুনঃ দলবদল অব্যাহত কেশিয়াড়ীতে
এই বিষয়ে তৃণমূলের জেলা কমিটির অন্যতম নেতা তথা ইংরেজবাজার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরি বলেছেন “ওই নেতার বিরুদ্ধে অনেকদিন ধরে নানান রকম অভিযোগ উঠেছে। আর সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” যদিও এই ঘটনা নিয়ে অভিযুক্ত তৃণমূল নেতা কোন মন্তব্য করতে চায়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584