শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
গঙ্গারামপুরের সভা থেকে মোদিকে মিথ্যাবাদী বলে কটাক্ষ করলেন রাজ্য আইএনটিটিইউসি সভানেত্রী দোলা সেন।
মোদিকে মিথ্যাবাদী বলে কটাক্ষ করলেন আইএনটিটিইউসি-র রাজ্য সভানেত্রী দোলা সেন। পাশাপাশি এইদিন তিনি কেন্দ্রীয় সরকার কে একাধিক করা ভাষায় সমালোচনা করেন। তিনি বলেন এনআরসি-সিএএ প্রভৃতি বিষয়ে দেশের মানুষ জনের সাথে বিভাজনের রাজনীতি করছে কেন্দ্রীয় সরকার।দেশের নাগরিকদের চৌদ্দটি আইডেন্টি কার্ড থাকা সত্ত্বেও লাইনে দাঁড় করিয়েছেন প্রধান মন্ত্রী।
পশ্চিমবঙ্গের পাশাপাশি তিনি বলেন পশ্চিমবঙ্গের মানুষজনদের ভয় পাওয়ার কিছু নেই কারণ আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন পশ্চিম বাংলায় তিনি এনআরসি হতে দেবেন না। আমাদেরই দোষ আমরা ৩০৩ সিট দিয়ে তাদেরকে আমরা মসনদে বসিয়েছি।মিথ্যা এবং কুৎসা দিয়ে রাজনীতি জয় করা যায় না রাজনীতির শেষ কথা জনগণ।
এই দিন গঙ্গারামপুর ফুটবল মাঠে জেলা আইএনটিটিইউসি-র পক্ষ থেকে এক শ্রমিক সমাবেশ আয়োজন করা হয়। এদিনের সমাবেশে উপস্থিত ছিলেন রাজ্য আইএনটিটিইউসি সভানেত্রী দোলা সেন, দক্ষিণ দিনাজপুর জেলার আইএনটিটিইউসি সভাপতি মজিরুদ্দিন মন্ডল, দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি অর্পিতা ঘোষ সহ একাধিক নেতৃত্ব বর্গ।
দুপুর ১টায় সভা শুরুর সময় নির্ধারিত থাকলেও প্রায় দুই ঘন্টা পরে সভা শুরু হয়। এরপরে কর্মী-সমর্থকদের মধ্যে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং বহু কর্মী-সমর্থক উঠে চলে যান সভাস্থল থেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584