নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
শুক্রবার দেশের স্বাধীনতা দিবসের প্রাক্কালে ভাষণ দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এদিন জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় রাষ্ট্রপতির মুখে উঠে এল রামমন্দির প্রসঙ্গ। তিনি বলেন, অযোধ্যায় রাম জন্মভূমিতে রামমন্দির নির্মাণের কাজ শুরু হওয়ার মুহূর্তটি সবার জন্য এক গর্বের মুহূর্ত। তিনি আলাদা করে একথাও উল্লেখ করেন যে, এতদিন রাম জন্মভূমি নিয়ে যে বিতর্ক চলছিল, সেটি বিচার ব্যবস্থার মাধ্যমে সমাধান করা হয়েছে।
“মাত্র দশদিন আগে শ্রী রামজন্মভূমিতে নির্মাণ কাজ শুরু হয়েছে, এটি প্রকৃতপক্ষেই সবার জন্য এক গর্বের মুহূর্ত ছিল। দেশের মানুষ দীর্ঘকাল ধরে সংযম ও ধৈর্য বজায় রেখেছিলেন এবং বিচার ব্যবস্থার প্রতিও অবিচ্ছিন্নভাবে আস্থা রেখেছিলেন”, বলেন কোবিন্দ।
রাষ্ট্রপতি আরও বলেন, “সমস্ত রাজনৈতিক দল এবং দেশের জনগণ সুপ্রিম কোর্টের অযোধ্যা রায়কে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করেছে এবং গোটা বিশ্বের সামনে ভারতের শান্তি, অহিংসা, ভালোবাসা এবং সম্প্রীতির বার্তা তুলে ধরেছে। আমি দেশের সকল সহ নাগরিকদের তাঁদের এই প্রশংসনীয় আচরণের জন্য অভিনন্দন জানাই।”
আরও পড়ুনঃ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর বার্তা
অযোধ্যায় শ্রী রাম জন্মভূমিতে মন্দির নির্মাণের সূচনা উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ৫ অগাস্ট ‘ভূমি পুজো’ -তে অংশ নেন।
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আরও বলেন যে, সমগ্র বিশ্ব জুড়ে বিশেষত বৌদ্ধিক ও আধ্যাত্মিক সমৃদ্ধি এবং শান্তির বার্তা প্রচারের লক্ষ্যে ভারতের আরও অনেক কিছু করার রয়েছে। তিনি বলেন, “এই মনোভাবকে সঙ্গে নিয়েই আমি সকলের মঙ্গল কামনা করছি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584