উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
একমাত্র রাষ্ট্রপতি শাসন হলে তবেই পশ্চিমবঙ্গে সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্ভব হবে বলে মনে করছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। আর এ রাজ্যে রাষ্ট্রপতি শাসন নিয়েও প্রধানমন্ত্রী সঠিক কথা বলেছেন বলে এদিন দাবি করলেন দিলীপ ঘোষ।
বিহার জয়ে উদযাপন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নাম না করে তৃণমূলকে নিশানা করে দিলীপ ঘোষ বলেন, “গণতান্ত্রিক ব্যবস্থায় বিজেপির সঙ্গে এঁটে উঠতে না পেরে বিজেপি কর্মীদের খুনের পাশাপাশি নেতাদের ও মারার চেষ্টা হচ্ছে। প্রথমে এদের বোঝানোর চেষ্টা করব। না শুনলে জনগণ বুঝে নেবে।“
তিনি আরও বলেন, “ভোটে জয় বা পরাজয় থাকবে। তা বলে মৃত্যু নিয়ে খেলা? ভাবা যায় না।“ বিধানসভা ভোটের আগে ঠিক একথাই বললেন বিজেপির বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
আরও পড়ুনঃ কালীপুজোর আগে শব্দবাজি বাজেয়াপ্ত শিলিগুড়িতে
তাঁর অভিযোগ, এখানকার পুলিশ তৃণমূল ক্যাডারের মতো আচরণ করে চলেছে। বলেন, “পুলিশকে সঙ্গে নিয়ে হামলা চালানো হয়েছে।“ একান্ত সাক্ষাৎকারে দিলীপ ঘোষ জানান, সুষ্ঠু, নিরপেক্ষ ও গণতান্ত্রিক পদ্ধতি মেনে পশ্চিমবঙ্গে নির্বাচন প্রক্রিয়া করতে হলে এখানে রাষ্ট্রপতি শাসন প্রয়োজন।
তিনি বলেন, “খুন-জখমের রাজনীতির মধ্যেই বিজেপি এগোচ্ছে। নীতিগতভাবে বিজেপি রাষ্ট্রপতি শাসন জারির বিরুদ্ধে। তবে পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে সবকিছুই সম্ভব।“
প্রসঙ্গত, বৃহস্পতিবারই আলিপুরদুয়ারে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কনভয়ে হামলা। কনভয় লক্ষ্য করে ইটবৃষ্টি। দিলীপ ঘোষের গাড়ির ক্ষতি না হলেও কনভয়ের দুটি গাড়ির কাচ ভেঙে যায়। প্রথমে মিছিল জয়গাঁর জিএসটি মোড়ে পৌঁছোলে কালো পতাকা দেখানো হয়। বিক্ষোভকারীরা দাবি করেন, তাঁরা তৃণমূলের সমর্থক। যদিও তাদের হাতে কোনো তৃণমূলের পতাকা ছিল না।
আরও পড়ুনঃ নর্দমা থেকে যুবকের দেহ উদ্ধার রঘুনাথগঞ্জে
এরপর ঝর্না বস্তি ও শুনশুনি বাজারে দিলীপ ঘোষের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ ওঠে। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই ঘটনার পিছনে রয়েছে।
এই প্রেক্ষিতে দিলীপ ঘোষ জানান, আসন্ন নির্বাচনে হার অবশ্যম্ভাবী বুঝতে পেরেই এত বেপরোয়া হয়ে উঠেছে তৃণমূল ও তার সঙ্গীরা। তবে, এসব কৌশল ধোপে টিকবে না। মানুষে তাঁদের সঙ্গে রয়েছেন বলেও দাবি করেন দিলীপ।
তিনি বলেন, “উত্তরবঙ্গে পায়ের তলা থেকে মাটি সরেছে তৃণমূলের। মোর্চার সঙ্গে তৃণমূল নতুন জোট করেছে। মোর্চাকে টাকা দিয়ে অশান্তি সৃষ্টি করানো হচ্ছে।“ বিজেপি যে কাউকে ভয় করে না, তা তিনি মনে করিয়ে দেন। বলেন, “জোট বেঁধে বিজেপিকে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে। বিজেপি যে ভয় পায় না, বারবার তা প্রমাণ করেছে।“
আরও পড়ুনঃ শুভেন্দুর বাড়িতে পিকের টিম, জল্পনা তুঙ্গে
বিজেপি রাজ্য সভাপতির আরও দাবি, “রাজ্যে যে আইনশৃঙ্খলার পরিস্থিতি একেবারে ভেঙে পড়েছে, তা গতকালের কনভয়ে হামলার ঘটনায় প্রমাণিত।“
তিনি যোগ করেন, “বিজেপির লড়াইয়ে সাধারণ মানুষও যুক্ত হয়েছেন। মানুষকে নিয়েই একুশের নির্বাচনে পরিবর্তন আসবে।“
যদিও, বিজেপির সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, দল এধরনের হামলায় বিশ্বাস করে না। আমরা গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584