বিজেপিকে ভোট দিতে বলার অভিযোগে তৃণমূলের বিক্ষোভের মুখে প্রিসাইডিং অফিসার

0
204

মনিরুল হক,কোচবিহারঃ

এবারে সারা উত্তরবঙ্গ জুড়ে একটাই আন্দোলন ছিল ভোট কর্মীদের নিরাপত্তা।আর ঠিক ঠাক সেই নিরাপত্তা না পেয়ে কি শাসক দল বিরোধী মনোভাব প্রিসাইডিং অফিসারের।প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে।আজ দুপুর প্রায় গড়িয়ে যাচ্ছে। জলপাইগুড়ি লোকসভা আসনে কোচবিহার জেলার অন্তর্গত মেখলিগঞ্জের ১০৮ ছোটো কুচলিবাড়িতে ১/২১৫ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর সামনে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেস।তাদের অভিযোগ,ভোটারকে বিজেপিতে ভোট দিতে বলেন এক প্রিজ়াইডিং অফিসার।ওই অভিযোগের ভিত্তিতে বুথ থেকে ওই প্রিজ়াইডিং অফিসারকে সরানো হয়েছে বলে জানা যায়।

Presiding Officer in front of tmc protests
নিজস্ব চিত্র

আজ এরাজ্যে দ্বিতীয় দফায় উত্তরবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং ও রায়গঞ্জে ভোট। জলপাইগুড়িতে এবারের তৃণমূল প্রার্থী গতবারের জয়ী বিজয়চন্দ্র বর্মণ। তার বিপরীত মেরুতে রয়েছেন বিজেপি প্রার্থী জয়ন্ত রায়, বামফ্রন্ট প্রার্থী ভগীরথ রায় ও কংগ্রেস প্রার্থী মণিকুমার দার্নাল।

আরও পড়ুনঃ মেখলিগঞ্জে ইভিএমে প্রতীক ঢেকে ছাপ্পার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

এই চার জনের ভাগ্য নির্ধারণ হতে চলেছে আজ। যদিও জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের দুই একটি ছোটখাট ঘটনা ছাড়া ভোট প্রক্রিয়া শান্তিপূর্ণ ভাবে হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here