পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
ইসলামপুর নাগরিক মঞ্চের ডাকে ২৭ শে জানুয়ারি একটি নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হবে ইসলামপুর পৌর বাসস্ট্যান্ডের শেডের নীচে। তাই রবিবার ইসলামপুর পথি-পার্শ্বস্থ ব্যবসায়ী সমিতির সভাকক্ষে এক প্রেস কনফারেন্স করল নাগরিক মঞ্চ।ইসলামপুরের সাংবাদিকদের মুখোমুখি এখানে উপস্থিত ছিলেন নাগরিক মঞ্চের সহ-সম্পাদক ডাঃ সুভাষ চক্রবর্তী, সভাপতি সমর দাস ও সম্পাদক হিমাংশু সরকার,চিত্ত সাহা সহ অনেকে।হিমাংশু সরকার জানান, তারা চান শহরের সার্বিক উন্নয়ন তথা নাগরিক স্বাচ্ছন্দ্যের জন্য শহরের রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হোক।তেমনি শহরের মধ্য দিয়ে যাওয়া বর্তমান জাতীয় সড়কেরও সংস্কার,শিক্ষা,সংস্কৃতি,স্বাস্থ্য,ক্রীড়া এবং পরিবেশ সংক্রান্ত,আইন শৃঙ্খলা বিষয়ক ও অন্যান্য নাগরিক পরিষেবার আরও উন্নতি হোক। এই কনভেনশনে উপস্থিত থাকার জন্য তারা আহ্বান জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী গোলাম রব্বানী, সাংসদ মহম্মদ সেলিম,পুরপ্রধান তথা বিধায়ক কানাইয়ালাল আগরওয়ালকে।তারা সিপিএম, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ও বিজেপি চারটি মূল রাজনৈতিক দলের নেতৃত্বকেই আহ্বান জানিয়েছেন।সেই সঙ্গে শহরের বিভিন্ন ক্লাব, সংস্থা,সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তিত্বকেও ডেকেছেন।এলাকার উন্নয়নের প্রশ্নে সবাইকেই পাশে পাবেন এই তাদের আশা। ইতিমধ্যেই লিফলেট ছাপিয়ে প্রচারও শুরু করে দিয়েছেন তারা।সেই সঙ্গে চলছে শহর জুড়ে পোস্টারিং ও ব্যাপক প্রচার।
আরও পড়ুনঃ সারা ভারত জরি শিল্পী কল্যাণ সমিতির পঞ্চম সম্মেলন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584