নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ
দলীয় সমাবেশের জন্য নির্দিষ্ট স্থানের অনুমতি না দেওয়ায় সরব মুর্শিদাবাদ জেলা সিপিএম। এদিন দলের জেলা কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে দলের জেলা সম্পাদক মৃগাঙ্ক ভট্টাচার্য, প্রাক্তন সাংসদ বদরুদোজ্জা খান, জামির মোল্লা উপস্থিত থেকে প্রশাসনের এই সিদ্ধান্তের প্রতিবাদ করেন।
আগামী রবিবার সিপিআইএম জেলা কমিটির ডাকে এক সমাবেশের আয়োজন করা হয়। এই সমাবেশে বক্তা হিসাবে উপস্থিত থাকার কথা রাজ্য নেতা মোহাম্মদ সেলিমের। পূর্ব ঘোষিত এই সমাবেশের জন্য প্রশাসনের কাছে নির্দিষ্ট স্থানের অনুমতি চেয়েও তা মেলেনি। প্রশাসনের এই অসযোগিতার বিরুদ্ধে দলীয় নেতৃত্ব সরব হন।
আরও পড়ুনঃ নিজের মতকে সরকারের মত বলে চালানোর বিরোধিতা মানসের
এদিনের সংবাদিক বৈঠকে প্রাক্তন সাংসদ বদরুদোজ্জা খান ঘোষনা করেন, সরকার যদি সভা করার জয়গা না দেয় তবে রাস্তাতেই সভা হবে। অনুমতি না মিললে আগামী ২২ তারিখ বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে সভা হবে জানা যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584