সোসাইটি ফর ডেভেলপমেন্ট অফ ইঞ্জিনিয়ারিং এন্ড আর্কিটেক্ট ওয়েস্টবেঙ্গল-এর সাংবাদিক সম্মেলন

0
80

নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদঃ
সোসাইটি ফর ডেভেলপমেন্ট অফ ইঞ্জিনিয়ারিং এন্ড আর্কিটেক্ট ওয়েস্টবেঙ্গল এই সর্ববৃহৎ সংগঠনের পক্ষ থেকে ইঞ্জিনিয়াররা গতকাল একটি সাংবাদিক সম্মেলন করলেন।এ বছর তারা তাদের সংগঠনের ৪৭-৪৮ তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত করতে চলেছেন আজ ১ ডিসেম্বর ও ২ ডিসেম্বর বহরমপুর রবীন্দ্রসদনে। রাজ্যের সমস্ত জেলার ইঞ্জিনিয়াররা প্রতিনিধিত্ব করবেন,এছাড়াও অংশগ্রহণ করবেন নেপালের অধিবাসী সার্ক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফোরামের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার কে পি সিং, অল ইন্ডিয়া ফেডারেশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর প্রেসিডেন্ট কে পি সিং,ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের ইঞ্জিনিয়ার প্রতিনিধিগণ,পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন এর অন্যতম কনভেনার তপন গড়াই এবং বিশিষ্ট নেতৃবৃন্দ।

সাংবাদিক সম্মেলন। নিজস্ব চিত্র

এই সকল সরকারি ইঞ্জিনিয়ারদের তাদের বিভিন্ন দাবি-দাওয়া সম্পর্কে আলোচনার স্বার্থে এই সম্মেলন গতকাল সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে বহু বিষয় তুলে ধরলেন। রাজ্যের পরিকাঠামোগত উন্নয়নে রাজ্যের ইঞ্জিনিয়াররা বিশেষ ভূমিকা পালন করছেন তার পর্যালোচনা এবং রাজ্যের যাবতীয় উন্নয়নমূলক কাজ দ্রুত বাস্তবায়নের নির্ধারণ করতে হবে সে বিষয়ে সাথে সাথে ইঞ্জিনিয়ারদের যে বিভিন্ন দাবি-দাওয়া এবং সমস্যা রয়েছে সেই বিষয়গুলো উনারা তুলে ধরলেন। ইঞ্জিনিয়ারিং কাউন্সিল গঠন একটি জরুরি বিষয় বলে জানালেন।পাশাপাশি অযাচিত প্রশাসনিক খবরদারি তারা তাদের কাজের বাধা হয়ে দাঁড়াচ্ছে এমন বিষয় তুলে ধরলেন।ওনাদের বক্তব্য বহু আধুনিক প্রযুক্তি এই মুহূর্তে গড়ে উঠেছে যে সমস্ত সরকারি সম্পত্তি আছে তার রক্ষণাবেক্ষণের জন্য নির্দিষ্ট সময় অন্তর কারিগরি নজরদারিও ও আধুনিক প্রযুক্তিগত পরীক্ষা-নিরীক্ষা করা অত্যন্ত প্রয়োজন বলে ওনারা জানালেন। তাতে জীবনহানির বিষয়টা রোধ করা যাবে।
এছাড়াও তাদের বেতনের যে বৈষম্য আছে তা দূর করে জুনিয়ার ইঞ্জিনিয়ার থেকে চিফ ইঞ্জিনিয়ার পর্যন্ত সমস্ত ইঞ্জিনিয়ারদের পি এস সি -র সার্ভিস এর মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। এছাড়াও যেসব শূন্যপদ আছে পিএসসির মাধ্যমে পূর্ণ করতে হবে।পলিটেকনিক শিক্ষায় প্রবেশ গত যোগ্যতার মান ন্যূনতম পিওর সাইন্স শাখায় উচ্চমাধ্যমিক করতে হবে।কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ সহ ষষ্ঠ বেতন কমিশন অবিলম্বে লাগু করতে হবে।এইরূপ নানান বিষয় বস্তু ওনারা তুলে ধরলেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here