নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
যেখানে রাজ্য স্বাস্থ্য দফতর থেকে রাজ্য প্রশাসন বর্তমানে মহামারী ভাইরাস সম্বন্ধে সাধারণ মানুষকে সচেতন করছে, শুধু তাই নয় একাধিকবার সাধারণ মানুষকে নানাভাবে সচেতন করা হচ্ছে। অন্যদিকে বার্তা দেয়া হচ্ছে বাইরের রাজ্য থেকে শুরু করে বাইরের জেলার কোন ব্যক্তি এলে তারা যেন স্বাস্থ্য দফতরের সাথে যোগাযোগ করে।
আরও পড়ুনঃ পথপ্রানীদের খাবারের জন্য এগিয়ে এলো রায়গঞ্জের কালচারাল ফোরামের কর্মকর্তারা
কিন্তু সেই বার্তাকে তোয়াক্কা না করে কিছু অসচেতন ব্যক্তি রয়েছে যারা বাইরে থেকে এসে সরাসরি নিজের বাড়িতে অথবা গ্রামে প্রবেশ করছে, এবার সেই ব্যাপারে পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানার আমলাট দক্ষিণ কৃষ্ণনগর যুক্ত পল্লী গ্রামের মানুষ সচেতন হয়েছে। তাই শনিবার থেকে আপাতত এই গ্ৰামে বাইরের লোকের প্রবেশ নিষেধ করে বাঁশ, ব্যারিকেড দিয়ে প্ল্যাকার্ড লাগিয়ে আলাদা গেটও তৈরি করা হচ্ছে। তাছাড়া সরকারের নির্দেশ অনুযায়ী লকডাউনকে সব রকম ভাবে সফল করতে চান ওই গ্ৰামের বাসিন্দারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584