প্রীতম সরকার, উত্তর দিনাজপুরঃ
পথ কুকুর ও গরুদের খাবারের জন্য এগিয়ে এলো রায়গঞ্জের কালচারাল ফোরামের কর্মকর্তারা। পথপ্রানীদের খাবারের ব্যবস্থা করার জন্য তারা আর্থিক সাহায্য তুলে দিল রায়গঞ্জের পশুপ্রেমী সংস্থার হাতে।
আরও পড়ুনঃ মুমূর্ষু মহিলাকে রক্ত দিয়ে মানবিকতার নজির গড়লেন মাথাভাঙার মহকুমা শাসক
এর আগে শহরের বেশ কিছু সংস্থা সারমেয়দের খাবারের ব্যবস্থা করলেও, তা দীর্ঘস্থায়ী হয়নি। লকডাউনের প্রভাবে দুঃস্থ মানুষদের খাবারের ব্যবস্থা স্বেচ্ছাসেবী সংগঠন ও পুলিশ করলেও পথপ্রানীদের খাবারের কোন স্থায়ী ব্যবস্থা হয়নি। রায়গঞ্জ কালচারাল ফোরামের সম্পাদক পবিত্র চন্দ জানিয়েছেন, এ কারনে তারা শহরের নামী পশুপ্রেমী সংস্থা পিউপলস ফর অ্যানিমেল (পিএফএ) এর কর্মকর্তা গৌতম তান্তিয়ার হাতে পাঁচ হাজার টাকার সাহায্য তুলে দেন। গৌতমবাবু জানিয়েছেন, এই টাকা যথোপযুক্ত ভাবে খরচ করা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584