পেট্রোপণ্যের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে গ্যাসের দাম, নাজেহাল সাধারণ মানুষ

0
59

জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ

গ্যাসের দাম একেবারে লাগামছাড়া। আচমকাই গ্যাসের দাম বেড়ে গিয়েছে। সিলিন্ডার পিছু গ্যাসের দাম বেড়েছে ৫০ টাকা করে। আর এর জেরে মাথায় হাত পড়ে গিয়েছে মধ্যবিত্তের। বাংলার হেঁসেলে কার্যত আগুন লাগার পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। এই নিয়ে আবারও শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

নিজস্ব চিত্র 

তাছাড়া পেট্রল-ডিজ়েল সেঞ্চুরি পার করেছে, রান্নার গ্যাসের দাম হাজার ছাড়িয়েছে।  গত দেড় মাসে রান্নার গ্যাসের দাম ১৪৬ টাকা বেড়েছে। এর সঙ্গে যে রোজকার খাদ্যপণ্যের দামও বাড়ছে, তারই প্রতিফলন মিলছে কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রকের পরিসংখ্যানে। ২২টি খাদ্যপণ্যের দাম গত এক বছরে ৯.৭ শতাংশ বেড়েছে। অর্থনীতিবিদরা বলছেন, এমনিতেই মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রিজার্ভ ব্যাঙ্কে নীতি বদলে সুদের হার বাড়াতে হয়েছে। খাদ্যপণ্যের দাম খুচরো পণ্যের মূল্যবৃদ্ধির হারে সবথেকে বেশি ধাক্কা দেয়। তা যদি এভাবে বাড়ে, তা হলে মূল্যবৃদ্ধির হারও বাড়বে।

আরও পড়ুনঃ কাজে ঢিলেমির অভিযোগে একদিনে ১৯ জন রেল কর্মীকে বাধ্যতামূলক অবসর

গম, আটা, বাদাম-সোয়া-পাম-সূর্যমুখীর মতো ভোজ্য তেল, বনস্পতি, দুধ, এমনকি নুনের দামও বেড়েছে ।  কেন্দ্রীয় সরকারের নীতিহীন সরকার বলে তোপ ডেকেছে তৃণমূল অন্যদিকে রাজ্য কেন্দ্রকে দোষারোপ করেছে বামপন্থী সংগঠনগুলো। মূল্যবৃদ্ধির বিরুদ্ধে  ইতিমধ্যেই বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল শুরু করেছেন বিভিন্ন বিরোধী সংগঠন। বামপন্থীদের দাবি মূল্যবৃদ্ধির বাড়ার পিছুনে কেন্দ্র সরকার যেমন দায়ী রাজ্য সরকারও ততটাই দায়ী তারা সরকারি ট্যাক্স কমিয়ে দিলে সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হবেন কিন্তু তা না করায় সমস্যায় ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here