পাঁশকুড়া বনমালী কলেজে আন্তর্জাতিক যোগদিবসের প্রাক অনুশীলন কর্মসূচি

0
43

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ

শুক্রবার পাঁশকুড়া বনমালী কলেজের অডিটোরিয়ামে শতাধিক ছাত্র ছাত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক যোগদিবসের প্রাক অনুশীলন কর্মসূচি।ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে এই অনুষ্ঠানটি করা হয়। সহযোগিতা করে পাঁশকুড়া বনমালী কলেজের এন এস এস বিভাগ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রকের পক্ষ থেকে ফিল্ড অফিসার সুদীপ্ত বিশ্বাস ও কলেজের বিভিন্ন বিভাগের অধ্যাপক মন্ডলী। অনুষ্ঠানের শুভসূচনা হয় প্রদীপ নৃত্য পরিবেশনের মাধ্যমে।

নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ ডোমকলে বাজ পড়ে গুরুতর আহত চার

পাঁশকুড়া সাধনা যোগ স্বাস্থ্য মন্দিরের ছাত্রীরা এতে অংশগ্রহণ করে। এদিনের এই অনুষ্ঠানে যোগ প্রশিক্ষণ ও প্রর্দশন করেন যোগ শিক্ষক তথা শ্যামসুন্দরপুর পাটনা উচ্চ বিদ্যালয়ের জীববিজ্ঞানের শিক্ষক ‘শিক্ষারত্ন’ গৌতম কুমার বোস। গৌতম বাবু বলেন,শুধু ২১ জুন যোগাভ্যাস নয় প্রতিদিন যোগাভ্যাস করলে সুস্থ সবল ও নীরোগ জীবন যাপন সম্ভব। তিনি সকলকে এই অঙ্গীকার গ্রহণের কথা দৃঢ়ভাবে ঘোষণা করেন। সবশেষে ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে শরীর সচেতনতা মূলক একটি ম্যাজিক প্রর্দশনী অনুষ্ঠিত হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here