নিউজডেস্কঃ
আজ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ছয় সদস্যের আর্থিক নীতি কমিটি নতুন রেপো রেট ও রিভার্স রেপো রেটের সিদ্ধান্ত ঘোষণা করল।২৫ বেসিস পয়েন্ট বাড়ানোয় নতুন রেপো রেট হয়েছে ৬.২৫ শতাংশ এবং রিভার্স রেপো রেট হল ৬ শতাংশ।
রিজার্ভ ব্যাঙ্ক দেশের বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে যে সুদের হারে টাকা ধার দেয় তাকে রেপো রেট বলে।অপর দিকে রিজার্ভ ব্যাঙ্কে টাকা রাখলে বাণিজ্যিক ব্যাঙ্ক গুলি যে হারে সুদ পায় তাকে রিভার্স রেপো রেট বলে।
রেপো রেট বা রিভার্স রেপো রেট বাড়লে বাণিজ্যিক ব্যাঙ্ক গুলি শীর্ষ ব্যাঙ্কের কাছে বেশী পরিমাণে টাকা জমা রাখবে একই সঙ্গে টাকা নেওয়ার প্রবণতা কমবে ফলে বাজারে নগদ টাকার পরিমান কমবে। বাজারে নগদ টাকার পরিমান কমলে মূল্যবৃদ্ধির উপর রাশ টানা যাবে বলেই রিজার্ভ ব্যাঙ্কের অভিমত।
কিন্তু রিজার্ভ ব্যাঙ্কের এই সিদ্ধান্তের ধাক্কা লাগবে মধ্যবিত্তের রেস্তে। কারন,কেন্দ্রিয় ব্যাঙ্কের রেট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় বাণিজ্যিক ব্যাঙ্ক গুলিও ঋণের উপর সুদ বাড়ানোর পথে হাঁটবে ফলে গৃহ ঋণ এবং অনান্য ঋণের ক্ষেত্রে বাড়বে সুদের বোঝা।একদিকে মূল্যবৃদ্ধি পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির ঘায়েই মূর্ছা যাওয়া মধ্যবিত্তের উপর নেমে এলো ঋণের বর্ধিত সুদের বোঝা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584