নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। যার জেরে বন্ধ স্কুল, কলেজ, অফিস-কাছারি সহ বিভিন্ন কর্মসংস্থান। দীর্ঘদিন অফিস, কর্মসংস্থানগুলি বন্ধ থাকায় এই লকডাউন পরিস্থিতিতে কাজ হারিয়েছেন বহু মানুষ। এরই মধ্যে লাগাতার বাড়ছে জ্বালানির দাম। এবার শহরে ফের দাম বাড়লো ভুর্তুকিহীন রান্নার গ্যাসের।
তাই মাসের শুরুতেই মধ্যবিত্তের মাথায় হাত। জুলাই মাসের গোড়াতেই এক ধাক্কায় দেশের চার শহরে বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম। ফলে কলকাতায় রান্নার গ্যাসের দাম বেড়ে হল ৬২০.৫ টাকা। নয়াদিল্লিতে সিলিন্ডার পিছু ১ টাকা দামবৃদ্ধি হয়। কলকাতায় এই দাম বেড়েছে ৪ টাকা ৫০ পয়সা। মুম্বইয়ে দাম বেড়ে হয়েছে ৩ টাকা ৫০ পয়সা। আর চেন্নাইয়ে দাম বৃদ্ধি হল ৪ টাকা।
১ জুলাই, বুধবার থেকেই এই দাম কার্যকর করা হবে। তবে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার অধীনে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় এই দাম বৃদ্ধির কোনও প্রভাব পড়ছে না।
আরও পড়ুনঃ থাকলে তবে তো বিনামূল্যে রেশন দেবেন! মুখ্যমন্ত্রীকে আক্রমণ দিলীপ ঘোষের
প্রসঙ্গত,কেন্দ্রীয় সরকার বছরে ঘরপ্রতি ১২টি করে রান্নার গ্যাস বরাদ্দ করেছে। তার জন্য ভর্তুকিও পান আমজনতা। এরপরও সিলিন্ডারের প্রয়োজন হলে তখন ভর্তুকিহীন গ্যাস নয়া মূল্যেই কিনতে হবে জনসাধারণকে। জুনের শুরুতেও বেড়েছিল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম। এই মাসেও সেই নিয়মের অন্যথা হল না।
আরও পড়ুনঃ আজ থেকে এটিএমে আগের নিয়ম লাগু
আনলক ওয়ানের পর আনলক-২ তে দেশকে স্বাভাবিক ছন্দে ফেরানোর চেষ্টা করছে কেন্দ্র। একেই লকডাউনে কর্মহীন হয়ে পড়েছেন বহু মানুষ। পকেটে তেমন কিছুই আর থাকছে না। এরই মধ্যে বাজারে শাক-সবজির দাম আগুন। তারওপর এই আনলক-২ তে যে হারে গ্যাসের দাম ও পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, তাতে আমজনতার অস্বস্তি আরও বেড়ে যাচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584