নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ
আজ ভ্রাতৃদ্বিতীয়া। জিনিসপত্রের দাম একটু নাগালের বাইরে হলেও সবকিছু কেনাকাটা করতে বাজারে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। আর ভাইফোঁটা বলতে তো খাওয়া দাওয়া, উপহার এইসবই।
খাওয়া-দাওয়ার মধ্যে মিষ্টি থেকে শুরু করে মাছ-মাংস রয়েছে সবই। সারাদিন শহরের বিভিন্ন মিষ্টির দোকানে মহিলাদের ভিড় ছিল নজরকাড়া। তাই ভাইফোঁটা উপলক্ষে রকমারি মিষ্টির পসরাও সাজিয়েছেন মিষ্টান্ন ব্যবসায়ীরা।
আরও পড়ুনঃ ধর্মের পরিচয় উপেক্ষা করে ঝাড়গ্রামে ভাইফোঁটা
তবে চড়চড় করে দাম বেড়েছে শাক-সব্জি থেকে মাছ-মাংসের। বাদ নেই ফলমূলও। প্রতি কিলো আলুর দাম বেড়ে হয়েছে ১৮ টাকা, বেগুন ৪০ টাকা, উচ্ছে ৫০ টাকা, টম্যাটো ৭০ টাকা, পটল ৪০ টাকা। এমনকি ছোটো এক পিস ফুলকপি ১৫ টাকার কমে পাওয়াই যাচ্ছে না। মাস দু’য়েক আগেও মুরগীর মাংস ১১০-১২০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছিল তাই এখন ১৪০ টাকা কেজি। অন্যদিকে পাঠার মাংস দাঁড়িয়েছে ৬০০ টাকে কেজিতে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584