নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
করোনা আবহে প্রায় দেড় বছর ধরে বন্ধ সমস্ত স্কুল। মাঝে একটু বড়দের জন্য স্কুল খুললেও সংক্রমণের ভয়ে আবার বন্ধ হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। আর প্রাথমিক স্কুলগুলি করোনা অতিমারীর প্রথম দিক থেকেই বন্ধ জলপাইগুড়ির এমনই একটি প্রাথমিক স্কুলের শিক্ষিকা কেয়া সেন। স্কুল বন্ধ কিন্তু দেড় বছর ধরে কার্যত ঘরে বসেই মিলেছে বেতন। সেই বেতনের টাকাতেই একটি অ্যাম্বুলেন্স কিনে তুলে দিলেন এক স্বেচ্ছাসেবী সংস্থার হাতে।
শিক্ষিকা কেয়া সেন জানিয়েছেন, মূলত তাঁর ছেলের পরামর্শে উদ্বুদ্ধ হয়েই বেতনের টাকায় অ্যাম্বুলেন্সটি কেনার সিদ্ধান্ত নেন তিনি। মঙ্গলবার জলপাইগুড়ির জেলা পরিষদ হলে একটি ছোট অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই অ্যাম্বুলেন্সটি তুলে দেওয়া হয় ফেনী শহরের এক স্বেচ্ছাসেবী সংগঠন ‘শ্রদ্ধা’র হাতে।
আরও পড়ুনঃ বাংলা ব্যান্ড ক্যাকটাস ও কুইজ কেন্দ্রের যৌথ উদ্যোগে মায়াচরে ত্রাণ বিতরণ
শহরে করোনা রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়ার কাজে অ্যাম্বুলেন্সটি ব্যবহার হবে, একজন শিক্ষিকা হিসেবে এমন একটি সিদ্ধান্ত নিতে পেরে খুশি কেয়া দেবীও। পাশাপাশি তাঁর ব্যক্তিগত এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলা প্রশাসনের আধিকারিকরাও।
আরও পড়ুনঃ সুন্দরবনে স্বর্ণদ্বীপ চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে ত্রাণ বিতরণ
মঙ্গলবার একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হয় সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন প্রশাসনিক স্তরের অনেকেই। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাপতি উত্তরা বর্মন, সহকারী সভাধিপতি দুলাল দেবনাথ, এসজেডিএ-র চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার পলাশচন্দ ঢালি, পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য সন্দীপ মাহাতো প্রমুখ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584