প্রাথমিক নিয়োগ: মঙ্গলবার কাউন্সেলিংয়ের নির্ঘণ্ট প্রকাশ

0
73

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

গত ২১ শে জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, পুজোর আগেই সাড়ে ২৪ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে। এই প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হল, আগামী মঙ্গলবার প্রাথমিক শিক্ষক নিয়োগের কাউন্সিলিংয়ের দিন ঘোষণা করা হবে। পুজোর আগেই রাজ্যে সাড়ে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ করবে পর্ষদ, জানালেন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য।

Primary teacher | newsfront.co
ছবি: সংগৃহীত

চাকরিপ্রার্থীরা আগামী মঙ্গলবার পর্ষদের ওয়েবসাইট থেকে তাদের নাম ও জেলাভিত্তিক কাউন্সিলিং সেন্টারের তথ্য পেয়ে যাবেন। অর্থাৎ মঙ্গলবারই চাকরিপ্রার্থীরা জেনে যাবেন, কীভাবে এবং কোথায় কাউন্সিলিং হবে। তিনি আরও জানান, ৩১ হাজার ৫০০ জন কোয়ালিফাই করেছেন। তার মধ্যে ১৬,০০০ জনকে নিয়োগ করা হচ্ছে। যার মধ্যে ৫,১৪৬ জনকে আগেই নিয়োগ করা হয়েছিল। পর্ষদের এই ঘোষণায় স্বভাবতই খুশি হবু চাকরিপ্রার্থীরা।

এদিন সাংবাদিক বৈঠকে নবনিযুক্ত চেয়ারম্যান মানিকবাবু আরও জানান, জানুয়ারিতে যে টেট পরীক্ষা নেওয়া হয়েছিল পুজোর আগেই তার ফলাফল প্রকাশ করা হবে এবং সেপ্টেম্বরের আগেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।

আরও পড়ুনঃ বিধানসভা নির্বাচন রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউয়ের বাড়বাড়ন্তের প্রধান কারণ, জানাল বৈজ্ঞানিক গবেষণা

উল্লেখ্য, কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, “পুজোর আগে আপার প্রাইমারিতে নেওয়া হবে ১৪ হাজার শিক্ষক এবং প্রাথমিকে ১০ হাজার ৫০০ শিক্ষক। এছাড়া পুজোর পর মার্চের মধ্যে নিয়োগ করা হবে আরও সাড়ে ৭ হাজার প্রাথমিক শিক্ষককে। মোট ৩২ হাজার নিয়োগপত্র দেবে রাজ্য সরকার।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here