বেতন বৈষম্যের বিরুদ্ধে বাঁকুড়ায় প্রাথমিক শিক্ষকদের আন্দোলন

0
37

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ

প্রশিক্ষণ ও প্রশিক্ষণহীন শিক্ষকদের একই বেতন কাঠামো, বৈতন বৈষম্য দূর, এনআইওএস থেকে প্রশিক্ষন নেওয়া শিক্ষদের প্রশিক্ষিত হিসেবে গণ্য ও সরকারী বেতন পোর্টালে প্রতিটি শিক্ষকের যথাযথ যোগ্যতার উল্লেখ করার দাবী জানিয়ে আন্দোলনে নামলো উস্থি ইউনাইটেড প্রাইমারী টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশান।

Primary teachers' movement
নিজস্ব চিত্র

শুক্রবার ঐ দাবীতে সংগঠনের বাঁকুড়া জেলা কমিটির সদস্যা জেলা বাদ্যালয় পরিদর্শকের কার্যালয়ে সামনে জড়ো হন। পরে সংগঠনের প্রতিনিধি দল জেলা বিদ্যালয় পরিদর্শকের সঙ্গে দেখা করে তাদের দাবীপত্র তুলে দেন।

Primary teachers' movement
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ রাজনৈতিক সন্ত্রাস বন্ধের দাবিতে সবং-এ ডেপুটেশন কংগ্রেসের

আন্দোলনকারীদের পক্ষে জানানো হয়েছে, গত দেড় বছর ধরে তারা রাজ্যের প্রাথমিক শিক্ষকদের বেতন বঞ্চনার বিরুদ্ধে লড়াই করে আসছেন। তাদের মূল দাবী, সর্বভারতীয় ও অন্যান্য রাজ্যের বেতন কাঠামো মেনে পিবি৪ হলেও শিক্ষামন্ত্রীর কথা মেনে পিবি৩ তে সম্মতি জানানো হয়। সম্প্রতি শিক্ষাদপ্তরের তরফে জারী করা বিজ্ঞপ্তিতে বঞ্চনা আরো প্রকট হয় দাবী করে, শিক্ষকদের দু’টি পে ব্যাণ্ডে ভাগ করে দেওয়া হয়। এই ব্যবস্থায় জুনিয়র ও সিনিয়র শিক্ষকদের শুধুমাত্র গ্রেড পে পরিবর্তন হলে সিনিয়র শিক্ষকরা কোন মতেই লাভবান হবেননা। যা নজিরবিহীন বলে সংগঠন সূত্রে দাবী করা হয়েছে।

Primary teachers' movement
অভিজিৎ সিংহ, আন্দোলনের নেতা।নিজস্ব চিত্র

এদিন আন্দোলনে অংশ নিয়ে উস্থি ইউনাইটেড প্রাইমারী টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশানের বাঁকুড়া জেলা সভাপতি অভিজিৎ সিংহ বলেন, সরকারী নির্দেশিকাতেই ধোঁয়াশা রয়েছে। এবিষয়ে আমরা আমাদের সংগঠনের তরফে চার দফা দাবী জানিয়েছি।

দাবী পূরণ না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবেন বলে তিনি হুঁশিয়ারী দেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here