ওয়েবডেস্ক, নিউজফ্রন্ট:
আগামীকাল দেশবাসীর উদ্দেশ্যে ভিডিও বার্তা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
At 9 AM tomorrow morning, I’ll share a small video message with my fellow Indians.
कल सुबह 9 बजे देशवासियों के साथ मैं एक वीडियो संदेश साझा करूंगा।
— Narendra Modi (@narendramodi) April 2, 2020
আজ হিন্দি ও ইংরেজিতে টুইট করে তিনি জানান , “আগামীকাল সকাল ৯ টায় দেশবাসীর উদ্দেশ্যে একটা ভিডিও বার্তা শেয়ার করব।”
বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী রূপ ধারণ করার পর এর আগে দুবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী। প্রথমবারের ভাষণে জনতা কারফিউ ঘোষণা করেন ও দ্বিতীয়বারে দেশজুড়ে ২১ দিনের জন্য লকডাউন ঘোষণা করেন।
এছাড়াও মন কি বাত অনুষ্ঠানে এসে এক রেডিও বার্তায় লকডাউনের ফলে দেশের গরীব মানুষের অসুবিধায় ও মানুষের সমস্যায় ধৈর্যধারণের পরামর্শ দেন।
আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে দেশের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করে সাধারণ পরিকল্পনার আহ্বান জানান ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584