শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
আগের তুলনায় রাজ্যে করোনার সংক্রমণ এবং মৃত্যুভয় অনেকটা কমলেও ফের তার বলি হতে হল উত্তর ২৪ পরগনার অন্যতম সরকারি মেডিকেল কলেজ সাগর দত্ত হাসপাতালের অধ্যক্ষাকে। বৃহস্পতিবার দুপুরে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষা হাসি দাশগুপ্তের। তার হাসপাতালে একাধিক করোনা রোগী সুস্থ হচ্ছেন, অনেকে মারাও যাচ্ছেন কিন্তু এবার করোনার কেড়ে নিল তারই প্রাণ।

গত মঙ্গলবার থেকে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানে ক্রমশ তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। বৃহস্পতিবার দুপুরে মৃত্যু হয় তাঁর।
আরও পড়ুনঃ নেপথ্যে প্রমোটিং চক্র! প্রাক্তন পুলিশ কর্তার অধ্যাপিকা মেয়েকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত, ধৃত ১
প্রসঙ্গত উল্লেখ্য এর আগেও বেশ কয়েকজন স্বাস্থ্য কর্তা এবং আধিকারিক এভাবে করোনা ভাইরাসের আক্রমণে শহীদ হয়েছেন। খোদ কোভিড হাসপাতালের অধ্যক্ষা হয়েও এবার শহীদ হলেন হাসি দাশগুপ্ত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584