নেপথ্যে প্রমোটিং চক্র! প্রাক্তন পুলিশ কর্তার অধ্যাপিকা মেয়েকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত, ধৃত ১

0
41

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

রাস্তার কুকুরকে খাওয়াতে গিয়ে আচমকাই ধারালো অস্ত্রের আঘাতে আহত হতে হল প্রাক্তন পুলিশ কর্তার অধ্যাপিকা মেয়েকে। প্রাক্তন পুলিশকর্তা শিশিরকুমার বন্দ্যোপাধ্যায়ের কন্যা শ্রাবন্তী বুধবার রাতে হরিদেবপুরে এই ঘটনায় আক্রান্ত হন। এর পেছনে প্রোমোটিং চক্রের হাত দেখছেন স্থানীয় বাসিন্দারা। থানায় অভিযোগ দায়ের করা হলে বৃহস্পতিবার বিকেলে গ্রেফতার করা হয় অভিযুক্ত মনা মোদক নামে ওই ব্যক্তিকে।

Shrabonti Banerjee | newsfront.co
শ্রাবন্তী বন্দ্যোপাধ্যায়, আক্রান্ত

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কুকুরকে খাওয়ানো নিয়ে বিবাদ প্রায়ই লেগে থাকত ওই দুই প্রতিবেশীর মধ্যে। অভিযোগ, তখনই প্রাক্তন ওই পুলিশ কর্তার মেয়েকে মারধর করে অভিযুক্ত। অভিযোগ, ধারাল অস্ত্র দিয়েও তাঁকে আঘাত করা হয়। এর পরই হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের হয়।

আরো জানা গিয়েছে, প্রাক্তন ওই পুলিশ কর্তার বাড়ি প্রোমটিং করার জন্য মাঝেমধ্যেই চাপ দেওয়া হত। প্রোমোটারদের প্রস্তাবে তিনি রাজি ছিলেন না। ফলে স্থানীয় প্রোমোটিং চক্রের অনেক দিন ধরেই ওই পরিবারের উপর রাগ ছিল। কুকুরকে খাওয়ানোর ঘটনাকে উপলক্ষ করেই কলকাতা পুলিশের প্রাক্তন ওই কর্তার মেয়েকে মারধর করা হয় বলে অভিযোগ।

আরও পড়ুনঃ বঙ্গ রাজনীতিতে নয়া ধারার সূত্রপাত নন্দীগ্রাম বিধায়কের

জানা গিয়েছে, হরিদেবপুর থানা এলাকার ১১৫ নম্বর ওয়ার্ডের যদুনাথ উকিল রোডে রাতে কুকুরদের খাবার খাওয়াতে বেরিয়েছিলেন শ্রাবন্তী বন্দ্যোপাধ্যায়। সেই সময় পাড়ার মধ্যেই পেশায় অধ্যাপিকা শ্রাবন্তীদেবীর ওপর হামলা চালায় এক পুরুষ ও এক মহিলা। ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয় প্রাক্তন পুলিশ কর্তার কন্যাকে। হামলাকারী পুরুষটিকে চিনতে পারেন শ্রাবন্তীদেবী। যদিও সঙ্গী মহিলাটিকে চিনতে পারেননি তিনি।

আরও পড়ুনঃ পাটুলিতে পিন ফুটিয়ে আত্মীয়াকে হত্যার অভিযোগ, গ্রেফতার

এদিকে হামলা চালিয়েই চম্পট দেয় দুই অভিযুক্ত। আহত শ্রাবন্তীদেবীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হরিদেবপুর থানায় তিনি ওই প্রতিবেশী এবং অচেনা মহিলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

তবে বিভিন্ন ছোট খাটো ঘটনাকে উপলক্ষ করে তাদের বাড়িটিকে প্রমোটিং করার জন্য চাপ দেওয়া হতো বলে অভিযোগ করেছেন পুলিশ কর্তার কন্যা। এই নিয়ে আগে দু’বার পুলিশেরও দ্বারস্থ হয়েছে বন্দ্যোপাধ্যায় পরিবার। এরপরেই সেই মামলা তুলে নেওয়ার জন্য শ্রাবন্তীদেবীর ওপর চাপ সৃষ্টি করা হচ্ছিল। কিন্তু তিনি তাতে রাজি না হওয়ায় বুধবারের হামলা বলে মনে করছেন পুলিশকর্তার কন্যা।

তিনি জানান, হামলার সময় ওই রাস্তা দিয়েই ফিরছিলেন তাঁর বাবা। প্রাক্তন পুলিশ কর্তা শিশিরকুমার বন্দ্যোপাধ্যায় মেয়ের চিৎকার শুনে এগিয়ে যাওয়াতেই ভয় পেয়ে চম্পট দেয় হামলাকারীরা। নইলে আরও বড় কিছু ঘটে যাওয়ার সম্ভাবনা ছিল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here