নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
কম্পেনসেটরি পে স্কেল বৃদ্ধির দাবিতে বৃহস্পতিবার সকাল থেকেই অবস্থান-বিক্ষোভ মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারের কারা কর্মীদের। তাদের দাবি সম্প্রতি মুখ্যমন্ত্রী পুলিশের কম্পেনসেটরি পে-স্কেল বৃদ্ধি করেছেন, কিন্তু একই যোগ্যতায়,একই কাজে থাকা কারারক্ষীদের বৃদ্ধি করেননি।
এই বেতন বৈষম্য ঘোঁচানোর দাবিতে আজকের এই অবস্থান বিক্ষোভ। উল্লেখ্য পুলিশ ও কারারক্ষীদের কোন ফেস্টিভেলে ছুটি থাকে না। ১৯৮৪ সাল থেকে তাই তাদের কম্পেনসেটরি তথা অতিরিক্ত এক মাসের ভাতা দেওয়া হয়ে থাকে।
গত ২৮ শে জানুয়ারি মুখ্যমন্ত্রীর দফতর থেকে সেই ভাতা দু মাসের করে দেওয়া হয়েছে পুলিশের জন্য। অর্থাৎ ৬০ দিনের অতিরিক্ত বেতন পাবেন পুলিশকর্মীরা। কিন্তু কারারক্ষীদের তা বাড়ানো হয়নি। তাতেই ক্ষোভ তৈরি হয়েছে রাজ্যের কারারক্ষী বাহিনীর।
আরও পড়ুনঃ শংসাপত্রের দাবিতে ফকিরচাঁদ কলেজে বিক্ষোভে সামিল প্রাক্তনীরা
এ বিষয়ে কারারক্ষী প্রশান্ত কর্মকার বলেন,কারারক্ষীদের আরও দাবি তাদের রেশনের জন্য খুব কম পরিমাণ টাকা বরাদ্দ করা হয়ে থাকে ,অবিলম্বে সেই টাকাও বাড়াতে হবে। অন্যদিকে আরেক কর্মী শেখ আশরাফ জানান, একই রকমভাবে মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারের চতুর্থ শ্রেণীর কর্মীরাও নিজেদের প্রাপ্য ভাতা দাবি করেছেন। তাদের দাবি বেতন বৈষম্য করা চলবেনা ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584