আদলত চত্বর থেকে পালালো বিচারাধীন বন্দী

0
73

শুভেন্দু হাওলাদার, পূর্ব মেদিনীপুরঃ

হলদিয়া মহকুমা আদালত থেকেই পালালো বিচারাধীন বন্দী।মঙ্গলবার দুপুর দুটো নাগাদ এজলাসে নিয়ে যাওয়ার সময় বিচারাধীন বন্দী প্রশান্ত ভক্তা পুলিশের হাত থেকে পালায়।জানা গেছে প্রায় এক বছর আগে সি আই ডি নারী পাচার ও শিশু যৌন হেনস্থা অভিযোগে মহিষাদল থানার কাপাসবেড়িয়া থেকে প্রশান্ত ভক্তাকে গ্রেফতার করে।

নিজস্ব চিত্র

মঙ্গলবার তাকে হলদিয়া মহকুমা আদালতে এ সি জি এম নীলাঞ্জনা দের এজলাসে নিয়ে যাওয়া হচ্ছিল প্রশান্ত ভক্তাকে বিনা হাতকড়া পরা অবস্থায়।আর সুযোগ বুঝেই প্রশান্ত পালানোয় সফল হয়।হলদিয়া বার অ্যাশোসিয়েশানের সম্পাদক স্বপন অধিকারী জানান, প্রশান্ত ভক্তা জামিনের জন্য হাইকোর্টের আপিল করে।আজ হাইকোর্টও জামিন খারিজ করে এবং ১৫ দিনের মধ্যে চার্জশিট জমা দিতে বলে সি আই ডিকে।এক বিচারাধীন বন্দী কোর্টের এজলাসে যাওয়ার পথে কোর্ট ভর্তি লোকের মাঝখান থেকে দৌড়ে পালিয়ে যায় তাও কোর্ট থেকে সাতশ মিটার যাওয়ার পরেই সে উধাও হয়ে যায়।এখন কোর্ট চত্বরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।কোর্টের বাইরে নয় ভিতর থেকে বন্দী পালানোয় প্রশ্নের মুখে কোর্টের নিরাপাত্তা ব্যবস্থা।কোর্ট থেকে বেরোনোর মুখে গেট নেই,নেই সিসিটিভির ব্যবস্থা।তাই কোর্টের মত গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তার গাফিলতি নিয়ে প্রশ্ন উঠছে।

আরও পড়ুনঃ আগুন লাগলে কি হবে জানা নেই বর্ধমানের 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here