নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
আলিপুরদুয়ার সংশোধনাগারের তিন বন্দিই রবিবার মাতল ডুয়ার্স উৎসবের মূলমঞ্চে। তাদের শিল্পীসত্তায় অভিভূত সংশোধনাগারের সুপার থেকে দর্শকবৃন্দ।
সংশোধনাগার সূত্রের খবর, আলিপুরদুয়ার জেলার এই সংশোধনাগারের তরফে আগে কোনওদিন কোনও বন্দী বাইরের অনুষ্ঠানে যায়নি।
এ দিন যারা ডুয়ার্স উৎসবে অনুষ্ঠান করলেন, সেই তিন বন্দী সেবক কামী, অর্জুন রাভা ও সঞ্জয় রাভা প্রত্যেকেই গন্ডার খুনে পাঁচ বছরের কারাবাসে সাজা প্রাপ্ত।
আরও পড়ুনঃ বিধাননগরে বাইক-বাসের সংঘর্ষে আহত ১
এদের মধ্যে অর্জুন ও সঞ্জয় একই ঘটনায় তিন বছর চার মাস থেকে জেলবন্দী। আর সেবক অন্য একটি ঘটনায় এক বছর দশ মাস ধরে আলিপুরদুয়ার সংশোধনাগারে রয়েছেন।
তারা জানায়, আমরা খুশি। সংশোধনারে থেকে গান গেয়ে মানুষের মন জয় করে চোখে জল এসে গেল সেবক কামির। সে জানায়, এই প্রথম এত বড় মঞ্চে গান গাইলাম। আনন্দ হল। সংশোধনাগারের ভেতরে চর্চা করেছি। সুপার সাহায্য করেছেন। আনন্দ হচ্ছে। বলতে বলতে থেমে গেল সেবক। আবেগে চোখ চিক চিক করে উঠল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584