নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ
পূর্ব ঘোষণা মতো সোমবার থেকে ঝাড়গ্রাম জেলায় রাস্তায় বেসরকারি বাস নামলেও হাতে গোনা যাত্রী ছিল। মঙ্গলবারও একই চিত্র দেখা গেল ঝাড়গ্রামে।
ফলে, একাধিক রুটে একটি করে বাস চলার পরই বন্ধ হয়ে গিয়েছে। কোনও কোনও রুটে আবার বাসে যাত্রী না হওয়ায় মাঝপথেই বাস থামিয়ে দেওয়া হয়। যাত্রী না হওয়ায় বাস মালিকরাও চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। তবে যাত্রী না হলে বুধবার থেকে আর বাস রাস্তায় নামাবেন না বলে মালিকরা জানিয়ে দিয়েছেন।
মেদিনীপুর বাসস্ট্যান্ড থেকে ঝাড়গ্রাম রুটে বেলা ১০টার দিকে একটি বাস ছাড়ে। তাতে পাঁচজন যাত্রী ছিলেন। ফেরার সময় যাত্রী না হওয়ায় বাসটি ঝাড়গ্রামে রয়ে যায়।
আরও পড়ুনঃ সুন্দরবনের দুর্গতদের মুখে হাসি ফোটাচ্ছে ‘রবিনহুড’
জেলার অধিকাংশ রুটের বাসেই এদিন যাত্রী ছিল না বললেই চলে। ঝাড়গ্রাম জেলার বিভিন্ন রুটে ১২টি বেসরকারি বাস এদিন রাস্তায় নেমেছিল। কিন্তু, অধিকাংশ রুটেই হাতে গোনা যাত্রী ছিল। এদিন জেলায় ১৩টি সরকারি বাস রাস্তায় চলেছে। তাতেও খুব বেশি যাত্রী ছিল না।
ঝাড়গ্রাম জেলা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দিলীপকুমার পাল বলেন, ‘মঙ্গলবার আমরা জেলার বিভিন্ন রুটে ১২টি বাস চালিয়েছি। বাসে যাত্রী না হলে বুধবার থেকে আর আমরা রাস্তায় বাস নামাব না।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584