অধিগ্রহণের আগে বকেয়া মেটাক সরকার, দাবি বাসমালিকদের

0
43

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

সাময়িক ভাবে মুখ্যমন্ত্রীর হুমকিতে চুপ থাকলেও নিজেদের দাবিদাওয়ার স্বার্থে বিন্দুমাত্র সুর নরম করছে না বেসরকারি বাস মালিক সংগঠনগুলি। মুখ্যমন্ত্রীর ধমকের কাছে মাথা নোয়ালে তারা তাদের দাবি কোনদিন আদায় করতে পারবেন না, এমনটাই দাবি সংগঠনগুলির। তাই মুখ্যমন্ত্রীর ঘোষণার ২৪ ঘন্টা পরে নিজের মধ্যে বৈঠক করে তারা ঘোষণা করলেন, ‘বাস অধিগ্রহণ করুক কিন্তু ভোটের বকেয়া টাকা আগে মেটাক সরকার।’

Bus service | newsfront.co
ফাইল চিত্র

মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক বৈঠকে বলেন, বুধবার যদি ৬ হাজার বেসরকারি বাস রাস্তায় না নামে, তাহলে সরকার বৃহস্পতিবার বাসগুলো অধিগ্রহণ করে চালাবে। মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারির বুধবারও কিন্তু রাস্তায় বেসরকারি বাস রাস্তায় নামেনি। এই পরিস্থিতিতে সরকার যদি বাস অধিগ্রহণ করে, তাহলেও তাঁদের আপত্তি নেই বলছে বেসরকারি বাস মালিকদের সংগঠনগুলি। কিন্তু তাঁদের দাবি, সরকার আগে লোকসভা নির্বাচনের সময়ে নেওয়া বাবদ টাকাটা তো মেটাক।

আরও পড়ুনঃ ফের বাড়লো ভুর্তুকিহীন রান্নার গ্যাসের দাম

ওয়েস্ট বেঙ্গল বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক প্রদীপ নারায়ণ বসু বলেন, ‘২০১৯ এ নির্বাচনের সময় আমাদের কাছ থেকে সরকার বিপুল বাস অধিগ্রহণ করেছিল। সেই বাবদ ৫ কোটি টাকা বকেয়া রয়েছে। তারমধ্যে ২ কোটি টাকা দেওয়ার জন্য সরকার নির্দেশিকা জারি করেছিল। মার্চ মাস নাগাদ টাকা পাওয়ার কথা ছিল। লকডাউন শুরু হয়ে যাওয়ায় আমরা সেই টাকাও পাইনি। সরকার অন্তত সেই টাকা মেটাক।

আরও পড়ুনঃ শ্মশান কাণ্ডে ৬ সপ্তাহের মধ্যে জবাব তলব মানবাধিকার কমিশনের, উচ্ছ্বসিত টুইট রাজ্যপালের

সেই সঙ্গে তিনি আরও বলেন, ‘মুখ্যমন্ত্রী বাস অধিগ্রহণ করলে আমাদেরই ভাল। সেক্ষেত্রে বাসের জ্বালানি নিজে সরকার ভরে নেবে। আমাদের জ্বালানির দাম বাড়া নিয়ে যে সমস্যা তা মিটে যাবে। তবে সাপ্তাহিক হিসাবে আমাদের বাস ভাড়া নেওয়ার টাকা মেটাতে হবে সরকারকে। কিন্তু সরকার এখনও ২০১৯ লোকসভা নির্বাচনের টাকাটাই মেটায়নি।’ এবার বুধবার বেসরকারি বাস নিয়ে নবান্ন কি সিদ্ধান্ত নেয়, আপাতত তাঁরই অপেক্ষায় সাধারণ মানুষ।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here