নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
সরকারি নির্দেশ থাকলেও মঙ্গলবারও রাস্তায় নামল না বেসরকারি বাস। ফলে যাত্রীদের হয়রানি বেড়েছে। সকাল থেকে অনেক যাত্রী বাস না পেয়ে গন্তব্যে পৌঁছাতে পারেননি। বেসরকারি বাস না চলায় সুযোগ বুঝে অনেক ছোট গাড়ির চালক বেশি ভাড়া চেয়ে বসেছেন বলে অভিযোগ। কবে থেকে বেসরকারি বাস চলবে, তা জানাননি বাস মালিকদের সংগঠন।
মালিকদের দাবি, বাস জীবাণুমুক্ত করার দায়িত্ব সরকারকে নিতে হবে। পাশাপাশি পরিবহন কর্মীদের পিপিই কিট, মাস্ক ও গ্লাভস প্রদান করার দাবি জানান তারা। পাশাপাশি, কোনও পরিবহন কর্মী পরিষেবা দেওয়ার সময় করোনা আক্রান্ত হলে তার দায় সরকারকে নিতে হবে।
আরও পড়ুনঃ বদলে গেল উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষার দিন, ঘোষণা শিক্ষামন্ত্রীর
রাস্তায় বাস চালাতে গিয়ে বাড়তি যাত্রী ওঠা নিয়ে পরিবহন কর্মীদের সঙ্গে ঝামেলা হলে তা পুলিশকে দিয়ে মোকাবিলা করাতে হবে। যদি এইসব দাবি পূরণ হয় তবেই তাদের বাস রাস্তায় নামবে বলে জানিয়েছেন বাস ও মিনিবাস মালিকদের সংগঠন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584