নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকের পর, আগামীকাল শনিবার থেকে বেসরকারি বাস রাস্তায় নামানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বাস মালিক সংগঠন। শুক্রবার রায়গঞ্জে বেসরকারি বাস চালানো নিয়ে প্রশাসনের সঙ্গে বাস মালিকদের বৈঠক হয়।
সেখানে বর্তমানে পুরানো ভাড়াতেই বাস চালানোর বিষয়ে সন্মতি দিয়েছেন মালিকপক্ষ। শুক্রবার শহরে মাইকিং করে বিষয়টি নিয়ে প্রচার শুরু করেছে উত্তর দিনাজপুর জেলা মোটর ওনার্স অ্যাসোসিয়েশন। বাসে উঠতে গেলে কি কি বিধিনিষেধ মেনে চলতে হবে বা কি কি সতর্কতা অবলম্বন করতে হবে তা নিয়েও প্রচার চালাচ্ছেন বেসরকারি বাস মালিকদের সংগঠন।
আরও পড়ুনঃ ধর্মীয় স্থান খুললেও বন্ধ প্রসাদ বিতরণ, নির্দেশিকা জারি কেন্দ্রের
করোনার লকাউনের জেরে প্রায় তিনমাস বেসরকারি বাস পরিষেবা বন্ধ ছিল। উত্তর দিনাজপুর জেলা বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্লাবন প্রামাণিক জানিয়েছেন, “সাধারণ মানুষকে বেসরকারি বাস পরিষেবা দিতে সরকারের সিদ্ধান্তকে মেনে নিয়ে আমরা আগামী ৬ জুন শনিবার থেকে রাস্তায় বাস নামাচ্ছি।” তবে এই বাস চলার ক্ষেত্রে সাধারণ যাত্রীদের জন্য বেশকিছু নিয়ম লাগু হচ্ছে।
যার মধ্যে থাকছে আসন অনুযায়ী বাসের যাত্রী সংখ্যা। প্রত্যেক যাত্রীর মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করা বাধ্যতামূলক করা হচ্ছে। শুক্রবার রায়গঞ্জ পুর বাসষ্ট্যান্ডে বেসরকারি বাসগুলি স্যানিটাইজেশন করেছে রায়গঞ্জ পুরসভা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584