পূর্ব মেদিনীপুরে প্রাইভেট টিউটর-স্কুল শিক্ষকদের আলোচনা চক্র

0
77

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

বেশ কয়েক মাস ধরে রাজ্যে গৃহশিক্ষক ও স্কুল শিক্ষকদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হয়েছে কারণ বারবারই লক্ষ্য করা গেছে যারা গৃহশিক্ষক তারা বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে দাবী তোলেন সমস্ত স্কুল শিক্ষকদের টিউশন পরানো যাবে না।

private tutor and school teacher meeting in purba medinipur | newsfront.co
নিজস্ব চিত্র

এমনই দাবী তুলে সারা রাজ্যে এর মধ্যেই শোরগোল ফেলে দিয়েছে গৃহশিক্ষকরা, কারণ যে সমস্ত গৃহশিক্ষক রয়েছেন তাদের মধ্যে অধিকাংশই বেকারত্বের যন্ত্রণায় ভুগছেন, তাদের আর্থিক উপার্জনের একমাত্র এই গৃহশিক্ষকতা।

private tutor and school teacher meeting in purba medinipur | newsfront.co
নিজস্ব চিত্র

অন্যদিকে এই বিভেদের ফলও লক্ষ্য করা গেছে ছাত্রছাত্রীর মধ্যে, তাই এবার শিক্ষাকে মেরুদণ্ড হিসেবে ধরে রাখার লক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলার প্রাইভেট টিউটর ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয়ে এক আলোচনা চক্রে আয়োজন করা হয় ক্ষেত্রহাট হারাধন ইন্সটিটিউটের পক্ষ থেকে, এইদিন এলাকার বিভিন্ন স্কুল শিক্ষক ও গৃহ শিক্ষক সমন্বয়ে আলোচনা চক্রের মাধ্যমে এই বিভেদ নষ্ট করে দিতে চাইছে শিক্ষা দপ্তর, ক্ষেত্রপাল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক অমলেন্দু ঘোড়া জানান এই গৃহ শিক্ষক ও স্কুল শিক্ষকের মধ্যে সমন্বইয়ে যে আলোচনা, এতে আগামী দিনে এলাকার ছাত্র-ছাত্রীদের ক্রিয়ার আরো ভালো হবে বলে জানান,

আরও পড়ুনঃ থ্যালাসেমিয়ার রক্ত পরীক্ষা কেন্দ্র নির্মাণে উদ্যোগ ভ্যান চালক শ্যামার

তিনি আরো বলেন কারণ যে সমস্ত স্কুল শিক্ষক রয়েছেন তাদের শিক্ষা দপ্তর থেকে পড়াশোনার যে টেকনিক সেটি একমাত্র স্কুলশিক্ষকের কাছ থেকেই পেয়ে থাকেন, সেক্ষেত্রে গৃহশিক্ষকের এই টেকনিক শেয়ার করার ফলে অনেকটাই ভালো ফল আসবে ছাত্রছাত্রীদের মধ্যে এমনটাই মনে করছে প্রধান শিক্ষক।

অন্যদিকে এক গৃহশিক্ষক রিঙ্কু ব্যানার্জি জানান এই গৃহ শিক্ষক ও স্কুল শিক্ষকদের মধ্যে আলোচনার মধ্য দিয়ে অনেকটাই ভালো ফল হবে বলে মনে করা যায়, এতে আগামী দিনে এলাকার সমস্ত ছাত্র-ছাত্রীদের ক্যারিয়ার আরো উন্নত হবে,এতে একদিকে যেমন কমবে বেকারত্ব অপরদিকে ছাত্র-ছাত্রীদের ও ভবিষ্যৎ ভালো হবে বলে জানান তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here