নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
বাইশ বছর পরে ফিরে আসছে, নব্বই দশকের মন-ভোলানো শ্রুতি নাটক ‘প্রিয় বন্ধু’র সিকুয়েল ‘প্রিয় বন্ধু আবার’। সেদিনের সেই জয়িতা ও অর্ণবের বন্ধুত্ব এখন বাইশ বছর পর, কোথায়, কী ভাবে দাঁড়িয়ে আছে, তা জানতে আগ্রহী অনেকেই। অঞ্জন দত্ত ও নীল দত্ত তাই কিছু নতুন গান নিয়ে, বাড়িতে বসে তৈরি করতে চলেছেন, স্বকীয় বৈশিষ্টে একটি ইতিহাস, আরও একবার।
‘প্রিয় বন্ধু আবার’ আগামী ৩০ অগাস্ট, রাত ৮ টায় ‘কার্পে ডিয়েম’-এর ডিজিটাল মাধ্যমে পরিবেশন করতে চলেছেন পিতা-পুত্র। অঞ্জন দত্তর কথায়, “এই লকডাউনের সময় কার্পে ডিয়েম অর্থাৎ সমর্পিতা, বিপ্রতিম, সোমনাথ ও তাদের দল যখন আমার সঙ্গে যোগাযোগ করল, যে বাড়ি থেকে অনুষ্ঠান করতে হবে, তখন আমার মনে হল যে এমন কিছু একটা করতে হবে যেটা শুধু বাড়িতে থেকেই হতে পারে।
অর্থাৎ যেটা আমি বাড়ি থেকে শুনছি, আপনারা বাড়িতে বসে শুনছেন। সেটা গানের অনুষ্ঠান হতে পারে কিন্তু অনুষ্ঠানটি ইন্টিমেট হতে হবে, যেটা মঞ্চে করা যাবেনা। সেরকমভাবেই আমরা করছি। আর তার সঙ্গে যেটা বাড়ি থেকে এবং অনলাইনে ওয়ার্ক করবে। এটা ভাবতে ভাবতে আমার শ্রুতিনাটকের কথা মনে এলো।
শ্রুতিনাটক এমন একটা জিনিস যেটা আপনি রেডিও তে শুনছেন বা কোনও অডিও সিডি মতে শুনছেন। তাই অনলাইনে শ্রুতিনাটকটা ওয়ার্ক করতে পারে বলে আমার মনে হলো। আমার বিশ্বাস সেইখান থেকে আমার প্রিয় বন্ধুতে ফিরে যাওয়া। যে প্রিয় বন্ধু এত সাফল্য পেয়েছে, যে প্রিয় বন্ধু নিয়ে বড় হয়েছে এত মানুষ, এত বাঙালি।
আরও পড়ুনঃ স্বাধীনতা দিবসে মুক্তি পেল শর্ট ফিল্ম ‘জয় হিন্দ’
সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা বাঙালি প্রিয় বন্ধুকে পছন্দ করে। সেই প্রিয় বন্ধুতে আমি ফিরে গেলাম। এখন সেই অর্ণবের, এই ২০২০ তে কী অবস্থা, জয়িতা কোথায় আছে, বেঁচে আছে কিনা, এইসব ভাবতে ভাবতে, ‘প্রিয় বন্ধু আবার’ তৈরি করা। এবং আমার নিজের ধারণা, ভালই হয়েছে। মানে সাতটা নতুন গান, অজস্র চিঠি; মানে চিঠি তো নয়, চিঠি এখন আর কেউ লেখেনা, তাই ই-মেইল, হোয়াটস্যাপ, এসএমএস- এর ভিত্তিতে, যেটা আপনি বাড়ি থেকে শুনছেন, আর আমরা বাড়ি থেকে করছি।
আমরা, মানে আমি আর নীল মিলে এটা করব, আগামী ৩০ তারিখ অগাস্টের। এটার প্রথম প্রিমিয়ার করবে কার্পে ডিয়েম। তাই আমার ধারণা যাদের কাছে প্রিয় বন্ধু ইম্পরট্যান্ট ছিল এবং আছে, তাদের সকলেরই খুব ভালো লাগবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584