নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
৫ অগাস্ট অর্থাৎ আগামীকাল অযোধ্যায় রাম মন্দির নির্মাণের ভূমিপুজো ও ভিত্তিপ্রস্তর স্থাপন হবে। আর তার ঠিক আগে আজ, মঙ্গলবার অযোধ্যা ইস্যুতে দলের অবস্থানকে বদলে দিয়ে একটি টুইট করে ভগবান রামকে অভিবাদন জানালেন কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী।
করোনাতঙ্ক উপেক্ষা করেই ভূমিপুজোর জন্য চূড়ান্ত পর্বের প্রস্তুতি চলছে রাম জন্মভূমিতে। ইতিমধ্যেই একাধিকবার অযোধ্যার প্রস্তুতি সরেজমিনে দেখেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আগামীকাল ভূমিপুজো ও ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য হাজির হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
सरलता, साहस, संयम, त्याग, वचनवद्धता, दीनबंधु राम नाम का सार है। राम सबमें हैं, राम सबके साथ हैं।
भगवान राम और माता सीता के संदेश और उनकी कृपा के साथ रामलला के मंदिर के भूमिपूजन का कार्यक्रम राष्ट्रीय एकता, बंधुत्व और सांस्कृतिक समागम का अवसर बने।
मेरा वक्तव्य pic.twitter.com/ZDT1U6gBnb
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) August 4, 2020
কিন্তু করোনা আবহে এই ভূমিপুজো আয়োজন নিয়ে নানা বিতর্কও তৈরি হয়েছে। বিরোধীদের অনেকেই দাবি করছেন, দেশের এমন সংকটকালে মোদীর এই সিদ্ধান্ত কোনওভাবেই মেনে নেওয়া যায় না। তবে এই ভূমিপুজোর শুভক্ষণে রাজনৈতিক বিরোধিতা ভুললেন প্রিয়াঙ্কা গান্ধী।
আরও পড়ুনঃ রাতভর বৃষ্টিতে বানভাসী মুম্বই
মঙ্গলবার উত্তর প্রদেশ কংগ্রেসের ইনচার্জ প্রিয়াঙ্কা গান্ধী টুইটে লেখেন, “সারল্য, সাহস, সংযম, ত্যাগ, প্রতিশ্রুতি, দীনবন্ধু রামের নামের সারাংশ। রাম সবার সঙ্গে আছেন, রাম সকলের জন্য আছেন”। “ভগবান রাম ও সীতা মা’র বার্তা এবং কৃপায় রামালালার মন্দিরের ভূমিপুজোর অনুষ্ঠান জাতীয় ঐক্য, ভ্রাতৃত্ব এবং সাংস্কৃতিক চর্চার একটি উপলক্ষে পরিণত হয়েছে,” আরও একটি টুইটে লিখেছেন কংগ্রেস নেত্রী।
আরও পড়ুনঃ উত্তর ২৪ পরগনায় আরও চারটি কোভিড হাসপাতাল, ঘোষণা রাজ্য স্বাস্থ্য দফতরের
তবে প্রিয়াঙ্কা একা নন, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের গলাতেও সমর্থনের সুর। আজই নিজের বাড়িতে হনুমান চল্লিশা পাঠের একটু ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেন তিনি। জানান, অযোধ্যার ভূমিপুজো উপলক্ষেই এই আয়োজন। টুইটারে একটি ভিডিও পোস্ট করে জানান, রাজ্যের মানুষের শুভকামনা করে তিনি নিজে হনুমান চল্লিশা পাঠ করবেন।
গত বছরের নির্বাচনের আগে, প্রিয়াঙ্কা গান্ধীকে পূর্ব উত্তর প্রদেশে দলের পুনরুদ্ধারের দায়িত্ব দেওয়া হয়েছিল। আগামীকাল অযোধ্যাতে কংগ্রেসকে এই অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানানো হয়নি। ভূমিপুজোয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং শতাধিক ভিআইপি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584