করোনা ভ্রুকুটিতে ঝাড়গ্রামে চিহ্নিত প্রথম কন্টেইনমেন্ট জোন

0
46

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

পরপর তিনদিন করোনা আক্রান্তের হদিশ মেলায় ঝাড়গ্রামে এই প্রথম একটি এলাকাকে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করল ঝাড়গ্রাম জেলা প্রশাসন।

market | newsfront.co
নিজস্ব চিত্র

জেলা প্রশাসন জানিয়েছে, শহরের জুবিলি মার্কেট, সব্জি মার্কেট, সুভাষচক সংলগ্ন মার্কেট, কোর্ট রোড চত্বর এলাকা সহ স্টেশন লাগোয়া এলাকা গুলো কন্টেইনমেন্ট জোনের এক্তিয়ারের মধ্যে পড়েছে। এই এলাকায় আপাতত ১০ আগস্ট পর্যন্ত লক ডাউন চলবে ৷ এই এলাকাগুলিতে দোকানপাঠ খোলায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ঝাড়গ্রামের মহকুমা শাসক সুবর্ণ রায় কন্টেইনমেন্ট জোনের এলাকাগুলি ঘুরে ঘুরে দোকান বন্ধ রাখার আবেদন জানাচ্ছেন।

officers | newsfront.co
সচেতনতা ৷ নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ জটেশ্বরে ৫ দিন সম্পূর্ণ লকডাউন

জুবিলি মার্কেট ঢোকার প্রতিটি রাস্তাকে পুলিশি ব্যারিকেড এবং বাঁশ দিয়ে সিল করে দেওয়া হয়েছে ৷ ঝাড়গ্রাম থানার পুলিশ এবং দমকল বাহিনীর পক্ষ থেকে জুবিলি মার্কেট, কোর্ট রোড , সুভাষ পার্ক এলাকা এবং সবজি মার্কেট জীবাণুনাশক দিয়ে স্যানিটাইজেশন করা হয় ।

officer | newsfront.co
নিজস্ব চিত্র

আগামীকাল রাজ্যজুড়ে সপ্তাহিক লকডাউন রয়েছে সেই কারণে এদিন সকাল থেকেই ঝাড়গ্রাম বাজারের জুবিলি মার্কেট , কোর্ট রোড সহ সবজি মার্কেট ব্যাপক সংখ্যক মানুষের ভিড় ছিল ।

আরও পড়ুনঃ রাতভর বৃষ্টিতে বানভাসী মুম্বই

jhargram market | newsfront.co
নিজস্ব চিত্র

ঝাড়গ্রামের মহকুমাশাসক সুবর্ণ রায় বলেন, “আমাদের জেলাশাসক এই এলাকাকে কন্টেনমেন্ট জোন ঘোষণা করেছেন। এখানে কোনও গাড়িও চলবে না। লোকও আসবেন না। ১০ অগস্ট পর্যন্ত তা চলবে।”

রাজ্যের অন্য জায়গায় করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়লেও ঝাড়গ্রামে বেশ কিছু দিন এই সংখ্যা ২৮-এ আটকে ছিল। ১৫ জুলাইয়ের পর থেকে দীর্ঘ দিন এখানে নতুন করে কেউ করোনায় আক্রান্ত হননি। তবে গত তিন দিনে সেখানে নতুন করে ৮ জন আক্রান্ত হয়েছেন। এর ফলে সংখ্যাটা বেড়ে ৩৬ হয়েগেছে । তাতেই উদ্বিগ্ন হয়ে পড়েছে প্রশাসন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here