টলিউডের নতুন জুটি প্রিয়াঙ্কা-পরমব্রত

0
189

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

অনেক পথ পেরিয়ে অনেক চরিত্রে প্রশংসা পেয়ে পুরষ্কৃত হয়ে এবার একেবারে আলাদা ঘরানার একটি চরিত্রে পরমব্রত চ্যাটার্জি৷ সৃজিত মুখার্জির আসন্ন ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’-তে গৌরাঙ্গের ভূমিকায় দেখা যাবে তাঁকে।

Parambrata Chatterjee
পরমব্রত চ্যাটার্জি

দিন কয়েক ধরেই এই চরিত্র নিয়ে চলছিল নানান জল্পনা। কে হবেন গৌরাঙ্গ? এবার সামনে এল নাম। অন্যান্য চরিত্রেও থাকছে তারকা চমক। মহাপ্রভুর প্রথম পক্ষের স্ত্রী লক্ষ্মীপ্রিয়ার চরিত্রে অভিনয় করবেন প্রিয়াঙ্কা সরকার।

Priyanka Sarkar
প্রিয়াঙ্কা সরকার

প্রসঙ্গত, এর আগে সৃজিতের সঙ্গে ‘হেমলক সোসাইটি’, ‘রাজকাহিনী’-র মতো ছবিতে কাজ করেছেন প্রিয়াঙ্কা। এবার পিরিয়ড ড্রামা। বলাবাহুল্য, সৃজিতের সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন পরমব্রত। ‘বাইশে শ্রাবণ’, ‘হেমলক সোসাইটি’, ‘চতুষ্কোণ’, ‘জুলফিকর’, ‘শাহজাহান রিজেন্সি’ ও ‘দ্বিতীয় পুরুষ’-এর মতো ছবিতে সৃজিতের সঙ্গে জোট বেঁধেছিলেন পরম। প্রিয়াঙ্কা-পরম জুটি কাজ করতে চলেছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায় পরিচালিত সৃজিত অভিনীত ‘মানবজমিন’ ছবিতেও।

আরও পড়ুনঃ আবারও মা হতে চলেছেন নেহা ধুপিয়া, বেবি বাম্পের ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়

Srijit Mukherjee
সৃজিত মুখার্জি

পরিচালক সৃজিতের হাতে রয়েছে ‘সাবাশ মিঠু’, ‘অতি উত্তম’, ‘X=PREM’। শীঘ্রই মুক্তি পাবে তাঁর থ্রিলারধর্মী ওয়েব সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’। এছাড়াও ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ মুক্তির পথে।

আরও পড়ুনঃ পাভেলের মন খারাপ, তাই পাশে প্রিয়াঙ্কা

প্রসঙ্গত, ১৯৯৯ সালে মাত্র ১৯ বছর বয়সে যিশু সেনগুপ্ত পা রাখেন বিনোদন জগতে। ক্রিকেট খেলার পাশাপাশি আসেন অভিনয়েও। কলকাতা দূরদর্শনে পৌরাণিক ধারাবাহিক ‘মহাপ্রভু’-তে চৈতন্য মহাপ্রভুর চরিত্রে অভিনয় করেন তিনি। দর্শকের মন ছুঁয়ে যায় যিশুর অভিনয়। এরপর অবশ্য শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবননামা নিয়ে আরও বহু কাজ হয়েছে বাংলায়৷ অন্যান্য অভিনেতারা কাজ করেছেন সেখানে। এবার টলিউডের বিগ স্টার এই ভূমিকায়। দর্শকের আগ্রহ থাকবেই তাঁকে ঘিরে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here