‘সাই ফাই’ ছবিতে প্রিয়াঙ্কা, থাকতে পারেন ব্রহ্মা জানেন গোপন কম্মটি’র নায়কও

0
200

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

রাহুল মুখোপাধ্যায় এবার বানাতে চলেছেন সাই-ফাই জঁরের ছবি। এই জাতীয় ছবির সংখ্যা হাতেগোনা বললে একেবারেই ভুল হয় না। তাই বলা ভাল, একটি সংখ্যা বাড়তে চলেছে রাহুল মুখোপাধ্যায়ের হাত ধরে। ছবির নাম ‘চং চং’। মুখ্য চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার।

Tollywood actress Priyanka | newsfront.co
প্রিয়াঙ্কা সরকার, অভিনেত্রী। সৌজন্যেঃ ফেসবুক

জানা গিয়েছে, সাই-ফাই জ়ঁরের মধ্যেই রয়েছে একাধিক পরত। ডার্ক কমেডির ফ্লেভারও তার মধ্যে একটি।’ যে কোনও সায়েন্স ফিকশনে সময় একটা বড় জায়গা জুড়ে থাকে। মানে এর গুরুত্বপূর্ণ অপরিসীম। টাইম মেশিনে চড়ে ছবি পিছনে হেঁটে চলে যাবে নব্বইয়ের দশকে। নব্বইয়ের দশকের শেষ থেকে ২০২১ পর্যন্ত সময়কাল ধরা থাকবে ‘চং চং’-এ।

Rahul Mukherjee | newsfront.co
রাহুল মুখার্জি, পরিচালক

ছবির বিষয়বস্তুর দিকে হাত বাড়ালে পাওয়া যাবে– ধরুন আমরা একটা ভুল কাজ করে বসে আছি। আফসোস করছি৷ রোদন করছি৷ ভাবছি কেন করলাম। আমাদের সেই ঘটনাটা ঘটার কিছুদিন আগের সময়ে কেউ আমাদের ফিরিয়ে নিয়ে গেল। প্রতিজ্ঞা করতে বলা হল, সেই কাজটা আমি করব না। এরকমটা কি কখনও সম্ভব? উত্তর ‘না’ আসবে। এই বিষয়টিকে কেন্দ্রে রেখে কী কী ঘটনা ঘটতে পারে বা ঘটল তা জানার আগ্রহ থাকলে দেখতে হবে ছবিটি৷

আরও পড়ুনঃ হইচই করে ‘দুজনে’ মিলে আসছে জুলাইতে, হাজির ট্রেলার

ছবিতে অবসরপ্রাপ্ত এক মহিলা পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কা সরকারকে। তাঁর নাম কোটি। ছবিতে বেশ খানিকটা ভারিক্কি লুকে পাওয়া যাবে তাঁকে। বয়সও খানিকটা বেশিই তাঁর এখানে। অবসরপ্রাপ্ত মহিলা পুলিশ অফিসার বলে কথা৷…

আরও পড়ুনঃ দেখো কাণ্ড! সম্পর্কের নতুন গন্ধ টলিপাড়ায়

Soham Majumdar | newsfront.co
সোহম মজুমদার, অভিনেতা

ছবিতে থাকতে পারেন ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’র বিক্রমাদিত্য সোহম মজুমদার। তবে এই ব্যাপারে পাকাপাকি এখনও কিছুই হয়নি। অভিনেতার সঙ্গে কথাবার্তা এগোলেও, সইসাবুতের পালা বাকি। বিভিন্ন চরিত্রে থাকছেন অনুরাধা মুখোপাধ্যায়, আদিত্য সেনগুপ্ত, কিঞ্জল নন্দ প্রমুখ। ছবির মিউজ়িকের দায়িত্বে ‘তালপাতার সেপাই’-এর প্রীতম-সুমন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here