গাছের পরিচর্যায় ব্যস্ত প্রিয়াঙ্কা

0
133

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

লকডাউন। করোনার থাবায় ঘরবন্দি সকলে। কেউ গাইছে গান, কেউ পড়ছে বই, কেউ বা বানাচ্ছে শর্ট ফিল্ম, কেউ বা পড়ছে কবিতা। এ ভাবেই চিন্তাময় সারাটা দিন একটু অন্যমনস্কতায় কাটানোর ছুতো খুঁজছে মানুষ।

Priyanka Sarkar | newsfront.co

ঠোঁটের কোণে একটু হাসি ফেরাতে কী ভীষণ চেষ্টা মানবজাতির।জীবনের বুকে নেমে আসা হঠাত এই দমকা হাওয়ায় প্রকৃতির প্রতিও আমরা বিরূপ মনোভাব প্রকাশ করে ফেলছি অনেক সময়। দুশ্চিন্তার কারণে সারাদিন টিভির খবরে মুখ গুঁজে অনেকেই ভুলতে বসেছি নিজেদের হাতে লাগানো চারাগাছগুলির কথা।

Priyanka Sarkar | newsfront.co

ওদেরও তো প্রাণ আছে। তাই ওদের কথা ভুললে চলে? এমনটাই মনে করেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। তাই বাড়ির ছাদবাগানে আজকাল বেশিরভাগ সময়টা দিচ্ছেন তিনি। গাছে মাটি দেওয়া, জল দেওয়া, সার দেওয়া, মাটি কুপিয়ে তা উর্বর করা- সব কাজেই হাত লাগিয়েছেন তিনি।

Priyanka Sarkar | newsfront.co

আরও পড়ুনঃ অভিষেক বসু বলবেন ‘তাদের কথা’

প্রিয়াঙ্কার কথায়- “আমাদের এই প্রকৃতি আমাদের দিয়েছে অনেক মহামূল্যবান সম্পদ। কিন্তু তা সত্ত্বেও আমরা আমাদের এই প্রকৃতির থেকে কেড়ে নিয়েছি অনেক কিছু। তার জন্যই হয়ত আজ আমাদের সম্মুখীন হতে হয়েছে এক সমূহ বিপদের।

Priyanka Sarkar | newsfront.co

Priyanka Sarkar | newsfront.co

কিন্তু এবার সময় এসেছে এই প্রকৃতিকেও আমাদের কিছু ফিরিয়ে দেবার। আসুন না, আমরা আমাদের এই পরিবেশের প্রতি একটু যত্নশীল হই। আমাদের সাধ্যমতো আমাদের চারপাশ ভরিয়ে তুলি একটু সবুজের ছোঁয়ায়। কারণ আমরা জানি, প্রকৃতির প্রতি যত্নশীল হলে সেও আমাদের আগলে রাখবে তার রং, রূপ, সৌন্দর্য এবং ভালোবাসায়।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here