অভিনেত্রী প্রিয়াঙ্কার রথযাত্রার সেকাল-একাল

0
190

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

অনেক টালবাহানার পর অবশেষে ভক্তসমাবেশ ছাড়া পুরীর রথের চাকা ঘুরল। দেশের নানা প্রান্তের ছোটরাও কম বেশি টানল রথ। রথযাত্রা বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে অন্যতম একটি। আর তা উপভোগ করতে না পারলে ভাল লাগে? তাই অম্বুবচী চলাকালীনই খানিকটা চোখ-কান বুঁজে রথের দড়িতে টান পড়ল গতকাল।

Priyanka's childhood | newsfront.co
সেকাল

রথ সাজালেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারও। ছোটবেলার রথ টানা নিয়ে তাঁর আছে হরেক রকমের স্মৃতি। আর তা তিনি ভাগ করে নিলেন নিউজ ফ্রন্ট-এর সঙ্গে।

Priyanka Sarkar | newsfront.co
একাল

প্রিয়াঙ্কার কথায়, “ছোটবেলায় নিজের হাতে রথ সাজাতাম, আর ঘুরে বেড়াতাম সেটা নিয়ে। এখন তো আর সেই দিন নেই। আমি সহজের মা। এখন সহজকে রথ সাজিয়ে দিই। এবার সেও নিজে অনেক ফুল দিয়ে সাজিয়েছে। আমি শুধু সাহায্য করেছি। রথ মানে জিলিপি, পাঁপড়। তবে এখন আর সেগুলো তেমন খাওয়া হয় না।

আরও পড়ুনঃ পূর্ণ দৈর্ঘের ‘নিরন্তর’-এর প্রিমিয়ার ছোটপর্দায়, ডিজিটালে

এখন ট্র‍্যাডিশন বজায় রাখার চেষ্টা করি। আগে বাবা সাহায্য করত। স্কুল থেকে ফিরে রথ সাজাতাম আমি আর বাবা। বেশ কয়েকদিনের প্ল্যানিং থাকত একটা। মেলায় ঘুরতাম। খুব মনে পড়ে দিনগুলো এখন। আর এই বছরটা তো সম্পূর্ণই আলাদা। সবাই ভাল থাকুক। পৃথিবী জরামুক্ত হোক এই কামনাই করি।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here