নতুন অ্যাপ তৈরি করে বাজি মাত প্রিয়াংশুর

0
53

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

উদ্ভাবনী শক্তির স্বীকৃতি স্বরূপ ‘ইনোসেন্স’ অ্যাপের সৃষ্টিকর্তা দ্বাদশ শ্রেণীর ছাত্র প্রিয়াংশু সিংকে সংবর্ধনা দিল অখণ্ড মেদিনীপুরের ঐতিহ্যবাহী সংগঠন ‘মেদিনীপুর সমন্বয় সংস্থা।’

congratulate | newsfront.co
নিজস্ব চিত্র

বুধবার সকালে মেদিনীপুর ডি এ ভি পাবলিক স্কুলের ১৭ বছর বয়সি এই প্রতিভাবান ছাত্রকে বই ও পুষ্পস্তবক দিয়ে সংবর্ধিত করা হল। তাঁতিগেড়িয়া মধ্যপাড়ার বাসিন্দা প্রিয়াংশু দেশীয় প্রযুক্তিতেই গোটা দেশকে নতুন ধরনের অ্যাপ উপহার দিয়েছে, যেটা মঙ্গলবার আন্তর্জাতিক সোশ্যাল মিডিয়া দিবসে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হয়েছে। লকডাউনে স্কুল বন্ধ। সেই সময়কেই তার অভিনব সৃষ্টির কাজে ব্যয় করেছে এই প্রতিভাবান ছাত্র।

আরও পড়ুনঃ ব্যাংকের প্রতিষ্ঠা দিবসে গ্রাহক সেবা কেন্দ্রের উদ্বোধন মালদহে

ভারতে ইতিমধ্যে নিষিদ্ধ হয়ে যাওয়া টিকটক অ্যাপের বিকল্প হিসেবে তাঁর ইনোসেন্স অ্যাপ জনপ্রিয় হওয়ার বিষয়ে প্রিয়াংশু আশাবাদী। প্রিয়াংশুর বাবা রাজীব কুমার রঞ্জনের কাপড়ের ছোট দোকান রয়েছে,মা রিঙ্কি সিং গৃহবধূ। বাবা-মা ও দাদু পঞ্চবদন সিং এর সাথে প্রিয়াংশু তাঁতিগেড়িয়ার বাড়িতে থাকে। এই অ্যাপ বানানোর কাজে তাকে তার বন্ধু শিবম সিং কিছুটা সাহায্য করেছে।

মেদিনীপুর সমন্বয় সংস্থার পক্ষে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক মৃত্যুঞ্জয় খাটুয়া, কার্যকরী সভাপতি – অমিত কুমার সাহু, সহ- সভাপতি ড۔ প্রসূন কুমার পড়িয়া, কোষাধ্যক্ষ ডাঃ অরূপ কুমার দাস, আঞ্চলিক কমিটির সদস্য সুদীপ খাঁড়া ও আজীবন সদস্য মনিকাঞ্চন রায় প্রমুখ।

আরও পড়ুনঃ ঐতিহাসিক পদক্ষেপ, কোভিড ১৯ ওয়ারিয়র্স ক্লাবের সূচনা মুর্শিদাবাদে

ঐতিহাসিক অখণ্ড মেদিনীপুর জেলার অতীত ইতিহাসকে ভালো করে জানার জন্য ও বিদ্যাসাগর সম্পর্কে আরও সমৃদ্ধ হওয়ার জন্য অমিত সাহু তাঁর নিজের লেখা “আমার জেলা মেদিনীপুর” ও “কুইজে বিদ্যাসাগর ” বই দুখানি বইও উপহার দেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here