নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ
“শ্রুতি ও ছন্দ’ আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রের পঞ্চম বর্ষ পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও বর্ষবরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরের নজরগঞ্জের তারা মা মন্দিরের সন্নিকটে অবস্থিত “একান্ত আপন” ভবনে। অনুষ্ঠানে শ্রুতি ও ছন্দের পক্ষে সবাইকে স্বাগত জানান বাচিক শিল্পী রত্না দে ও নরোত্তম দে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রুতি ও ছন্দের সভাপতি স্বপ্না সেন , মেদিনীপুর পুরসভার কাউন্সিলর প্রতিমা দে,সংগীত গুরু জয়ন্ত সাহা,রবীন্দ্র স্মৃতি সমিতির সম্পাদক লক্ষণ চন্দ্র ওঝা ,বাচিক দম্পতি অমিয় পাল ও মালবিকা পাল, ছড়াকার ও নয়ন পত্রিকার সম্পাদক বিদ্যুৎ পাল, বিশিষ্ট বাচিক শিল্পী কৌস্তভ বন্দ্যোপাধ্যায়, বিবেকানন্দ বিদ্যাপীঠের প্রিন্সিপাল স্নেহময় সেনগুপ্ত, সমাজ সেবী বরুন বিকাশ দে, গোপাল সাহা,পিন্টু সাউ,রাজ্যশ্রী মন্ডল, শিক্ষক প্রকৃতিপ্রেমী শিক্ষক মণিকাঞ্চন রায়,শিক্ষক সমাজসেবী শিক্ষক সুব্রত মহাপাত্র, চিত্রশিল্পী শিক্ষক নরসিংহ দাস, সমাজকর্মী শিক্ষক সুদীপ খাঁড়া সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।আবৃত্তি,ভাষ্যপাঠ,নৃত্য ও সঙ্গীত ও শ্রুতিনাটকের ডালি নিয়ে সুন্দর এক সৃজনশীল সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন শ্রুতি ও ছন্দের ছাত্র-ছাত্রীরা।সংগীত গুরু জয়ন্ত সাহা বলেন, শ্রুতি ও ছন্দের দুই প্রাণ ভোমরা রত্নাদে ও নরোত্তম দে’র শ্রুতিনাটক তাঁর মনে জায়গা করে নিয়েছে।রবীন্দ্র স্মৃতি সমিতির সম্পাদক লক্ষণ চন্দ্র ওঝা তাঁর বক্তব্যে এই দুই শিল্পীর এবং শ্রুতি ও ছন্দে ভূয়সী প্রশংসা করেন। সাহিত্যিক বিদ্যুৎ পাল বলেন,সারা বাংলা জুড়ে শ্রুতি ও ছন্দের ছাত্র ছাত্রীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্ৰহণ করে সুনাম অর্জন করেছে।
আরও পড়ুনঃ মাওবাদী নাশকতার আশঙ্কা, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টে আগামী ১৫ দিন হাইঅ্যালার্ট জঙ্গলমহলে
বিশিষ্ট বাচিক শিল্পী অমিয় পাল বলেন, মেদিনীপুরে তাঁদের পরেই শ্রুতিনাটকে রত্না দে ও নরোত্তম দে তাঁদের অভিনয় শৈলী দিয়ে নিজেদের জায়গা করে নিয়েছেন।শ্রুতি ও ছন্দের কর্ণধার নরোত্তম দে বলেন, তাঁরা আজও নিজেদেরকে শিক্ষার্থীর আসনেই বসিয়ে রেখে চেষ্টা করছেন একটি সুন্দর সুস্থ সাংস্কৃতিক জগৎ গড়ে তোলার।এই অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন ‘ওঙ্কার মিউজিক কলেজ’র অধ্যক্ষা ভারতী বন্দ্যোপাধ্যায় সহ ছাত্র-ছাত্রীরা, বিশিষ্ট সংগীত শিল্পী রথীন দাস, মিতা ঘোষ ,দীপেশ দে ও তার কন্যা দীপশ্রী দে। এছাড়াও অতিথি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নৃত্যশিল্পী সবিতা সাহা ,মুদ্রা ছাত্র-ছাত্রীরা ও নৃত্য শিল্পী অর্পণ কালী।এই অনুষ্ঠান কুড়ি নম্বর ওয়ার্ডে কমিশনার প্রতিমা দেকে সম্মাননা জ্ঞাপণ করা হয়।সমগ্র অনুষ্ঠানটি সুন্দর ভাবে সঞ্চালনা করেন শ্রুতি ও ছন্দের ছাত্র-ছাত্রীরা।নরোত্তম দে ও অঞ্জনা দের শ্রুতিনাটক এবং সবিতা সাহার নৃত্য শৈলী উপস্থিত দর্শকদের বিশেষ প্রশংসা কুড়িয়ে নেয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584