মেদিনীপুরে জঙ্গল মহল কাপের পুরস্কার বিতরণী

0
83

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর অনুপ্রেরণায় পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে জঙ্গলমহলের থানা গুলিকে নিয়ে হওয়া জঙ্গলমহল কাপ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হল শুক্রবার মেদিনীপুর কলেজ কলেজিয়েট ময়দানে ।

win prize | newsfront.co
পুরস্কার বিতরণ ৷ নিজস্ব চিত্র

জঙ্গল মহল কাপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন মেদিনীপুর রেঞ্জের ডিআইজি ভি সোলেমান নেশাকুমার ,পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার দীনেশ কুমার ,পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা ও সহ সভাধিপতি অজিত মাইতি , বিধায়ক প্রদীপ সরকার সহ আরও অনেকে।

win motor bike | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন ফুটবল, ভলিবল ও তীরন্দাজ প্রতিযোগিতার বিজয়ী ও বিজিতদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথি বৃন্দ ।

আরও পড়ুনঃ আব্দুল মান্নানের ঘরে শুভেন্দু

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পশ্চিম মেদিনীপুর জেলাপরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি বলেন, জঙ্গলমহল এলাকার ছেলে মেয়েদের খেলাধুলার উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে। তাই পুলিশের পক্ষ থেকে জঙ্গল মহল কাপ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।

jangalmohol sports competition | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ ১ ফেব্রুয়ারি থেকে নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ তৃণমূল সুপ্রিমো’র

জঙ্গল মহল কাপ খেলায় জয়ী দলের খেলোয়াড়দের চাকরি দেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। তাই জঙ্গল মহলের ছেলে মেয়েরা বেশি বেশি করে জঙ্গল মহল কাপ খেলার জন্য অংশগ্রহণ করেছিল। সেই জন্য তিনি পুলিশের উদ্যোগে আয়োজিত জঙ্গল মহল কাপ প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী প্রতিটি খেলোয়াড় কে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। আগামী দিনে তাদের কে আরও ভালো করে খেলাধুলা করার জন্য তিনি আহ্বান জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here